পান্থপথে বিআরবি হাসপাতালে র‌্যাবের অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১৬:৫১ | প্রকাশিত : ১৬ আগস্ট ২০১৮, ১৪:৫৮

রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালে (সাবেক গ্যাস্ট্রোলিভার) অভিযান চালাচ্ছে র‌্যাব। বিভিন্ন যন্ত্রপাতি, ল্যাব ও ওষুধপত্রের মেয়াদ যাচাইয়ে অভিযান পরিচালনা করছে র‌্যাবের একটি ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে এ অভিযান শুরু হয় বলে ঢাকাটাইমসকে নিশ্চিত করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। তিনি বলেন, ‘তাদের ওষুধের ফার্মেসি এবং ওষুধের স্টোর রুম দেখা হচ্ছে। বড় কিছু পাওয়া যায়নি। সব কিছু যাচাই বাছাই করা হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।’

র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওষুধ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।

বেলা আড়াইটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছিল।

এর আগে গত ৪ জুলাই রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বরের ইবনে সিনা হাসপাতালকে দুই লাখ টাকা জরিমানা করেছিল র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

একই দিন ধানমন্ডিতে অবস্থিত জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালকে ৮ লাখ ও নর্দান মেডিকেল কলেজ হাসপাতালকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সারওয়ার জানান, বিআরবি হাসপাতালে তিনটি অভিযোগ পাওয়া গেছে। তারা ব্লাড কালচার সঠিকভাবে করছিল না৷ এছাড়া বেশ কিছু রক্তের পরীক্ষা বাইরে থেকে করে আনত; যা সম্পূর্ণ অবৈধ। এমনকি তাদের ১৩ তলায় অবস্থিত ঔষধ স্টোর চার বছর ধরে অনুমতি ছাড়া চলছে। এসব অভিযোগে হাসপাতালটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, তবে তাদের ভেতরের পরিবেশ অনেক ভালো। তারা আশ্বস্ত করেছে যে সমস্যাগুলো ধরা পড়েছে তা তারা দ্রুত সমাধান করবে।

লাইসেন্স ছাড়া চার বছর ধরে ঔষধ স্টোর চলছে কীভাবে জানতে চাইলে হাসপাতালে বিজনেস ডেভেলপমেন্ট শাখার প্রধান মিজানুর রহমান বলেন, 'আমরা চার বছর আগে করতে দিয়েছি; এখন পাইনি।

এত দেরির কারণ জানতে চাইলে তিনি বলেন, এই লাইসেন্স পেতে একমাস লাগে, তবে কিছু দিন লাইসেন্স দেওয়া বন্ধ ছিল। আমরা দ্রুত সেটা নেবার ব্যবস্থা করছি।

ঢাকাটাইমস/১৬আগস্ট/এসএস/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

স্মরণশক্তিকে মেধা বলার মানসিকতা পরিহার করতে হবে: শিক্ষামন্ত্রী

‘জলবায়ু ঝুঁকি থেকে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সুরক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার’

মোটরযান গতিসীমা নির্দেশিকা প্রণয়ন: সেতুমন্ত্রীকে রোড সেইফটি কোয়ালিশনের অভিনন্দন

বিশেষ চাহিদা সম্পন্নদের জলবায়ু ঝুঁকি হতে সুরক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পরিবেশমন্ত্রী

গাজায় ত্রাণ কনভয়ে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ

শ্রম আইন সংশোধনে তিন দিনের আলোচনা ফলপ্রসূ হয়েছে: আইনমন্ত্রী

অভিবাসন কার্যক্রম বাস্তবায়নে মাইগ্রেশন কো-অর্ডিনেশন কমিটি হচ্ছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি

৭ জুন শুরু হচ্ছে ‘জয় বাংলা ম্যারাথন’, রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

ঢাকায় পৌঁছেছেন ডোনাল্ড লু

এই বিভাগের সব খবর

শিরোনাম :