নির্ধারিত সূচিতেই এশিয়া কাপে খেলতে হবে ভারতকে

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ আগস্ট ২০১৮, ১২:২১ | প্রকাশিত : ২১ আগস্ট ২০১৮, ১১:৫৩

এশিয়া কাপে দুটি ওয়ানডে, পরপর দুই দিনে মরুভূমির দেশে খেলতে হবে ভারতকে। এমন সূচি নিয়ে শুরু থেকেই আপত্তি দেখায় ভারতীয় ক্রিকেট। শুরুর দিকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ভারতের এই আপত্তি বিবেচনায় আনলেও পরে জানিয়ে দিয়েছে পরিবর্তন হবে না এই সূচি। নির্ধারিত সূচি অনুসারেই এশিয়া কাপ খেলতে হবে ভারতকে।

এশিয়া কাপের সূচি অনুযায়ী, আগামী ১৮ সেপ্টেম্বর ভারতকে খেলতে হবে বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দলের বিপক্ষে। তারপরের দিনই আবার মাঠে নামতে হবে পাকিস্তানের বিপক্ষে। যার কারণে সংযুক্ত আরব আমিরাতের মতো মরুভূমির দেশে পরপর দুইদিন খেলতে হবে বিরাট কোহলিদের।

এই বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান নির্বাহী রাহুল জহুরি বলেন, ‘সকল প্রস্তুতি আগেই সম্পন্ন হয়ে যাওয়াতে এখন আর টুর্নামেন্টের সূচিতে কোনো পরিবর্তন আনা সম্ভব নয়। তাই আগের সময়-সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান ম্যাচ।’

বর্তমানে ইংল্যন্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচ খেলছে ভারত। সিরিজটি শেষ হবে আগামী ১১ সেপ্টেম্বর। সেখান থেকেই ক্লান্তি নিয়ে এশিয়া কাপে যোগ দিতে আরব আমিরাতে উড়াল দিবে ভারত।

(ঢাকাটাইমস/২১আগস্ট/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :