তামিম ছাড়া জোড়াতালির ওপেনিং জুটি

দেলোয়ার হোসেন, দুবাই থেকে
 | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪৪

গতকাল ছুটি কাটানোর পর আজ বিকালে অনুশীলনে নামবে বাংলাদেশ দল। গতকাল অন্যরকম একটা দিন কাটিয়েছেন খেলোয়াড়রা।সবাই মিলে ঘুরে দেখেছেন ‘বিস্ময়কর’ দুবাই নগরী। দল বেঁধে সেলফি তুলেছেন, মজাদার খাবার খেয়েছেন, মার্কেটিংও করেছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে ভাইটাল জয় পাওয়ায় অনেকটা নির্ভার দল। তবে এই নির্ভারতার মধ্যেই পরের ম্যাচগুলো নিয়ে চিন্তার ভাজ পড়ে গেছে টিম ম্যানেজমেন্টের কপালে। তামিম নেই। ওপেনিং জুটি বেঁছে নিতে গলমঘর্ম অবস্থায় পড়তে হচ্ছে মাশরাফিদের।

গত ম্যাচে তামিমের সঙ্গে ওপেন করেছেন লিটন কুমার দাস। তিনি রান্ পাননি। জানা গেছে, তারপরেও আফগানিস্তানের বিপক্ষে লিটনকেই ওপেনিংয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিগত বছরগুরোতে তামিমের সঙ্গে ওপেন করেছেন সৌম্য সরকার, ইমরুল কায়েস ও এনামুল হক বিজয়। কিন্তু তাদের কাউকে এশিয়া কাপের দলে রাখা হয়নি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, দেশ থেকে কাউকে জরুরি ভিত্তিতে ডেকেও আনা হচ্ছে না। যারা আছেন তাদের দিয়ে একাদশ সাজানো হবে।

আর ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন,‘ তামিমকে ছাড়া বাংলাদেশ খেলতে প্রস্তুত, দলে ছোটখাটো চোট আছে। এটা নিয়েই খেলোয়াড়দের খেলতে হবে। আমি বিশ্বাস করি, তামিমকে ছাড়া আমাদের সবাই খেলার জন্য প্রস্তুত আছে। আশা করি, সবাই যার যার দায়িত্ব পালন করতে পারবে।’

জানা গেছে, লিটনের সঙ্গে ওপেন করতে পারেন মোহাম্মদ মিথুন অথবা নাজমুল হোসেন শান্তর মধ্যে যেকোনো একজন। মিথুনের ওপেনিংয়ে ব্যাট করার অভিজ্ঞতা আছে। তিনি রানের মধ্যেও আছেন। শান্ত জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন। আফগানিস্তানের বিপক্ষে ৫০ ওভার ম্যাচে তার অভিষেকটা হয়েও যতে পারে।

আবার ভাবা হচ্ছে মুমিনুলকে নিয়েও। আয়ারল্যান্ড সফরে এ দলের হয়ে প্রায় ২০০ রানের তুখোড় এক ইনিংস খেলেন মুমিনুল। সর্বশেষ ২০১৫ সালে দেশের হয়ে ওয়ানডে খেলা মুমিনুল সীমিত ওভার ক্রিকেটেও যে মানানসই তা বহুবার ব্যাট হাতে দেখিয়ে দিয়েছেন।

শান্ত একাদশে না থাকলে লিটন ও মিথুন ওপেনিংয়ে। দুই নম্বরে ব্যাট করতে নামতে পারেন মুমিনুল। সাকিবের আঙুলের ইনজুরির সমস্যা আছে। গত ম্যাচে রান পাননি। তারপরেও তিনি নম্বরে সাকিবকেই দেখা যাবে।

তামিমের অনুপস্থিতিতে মুমিনুলের মতো ব্যাটসম্যানকে একাদশে দেখতে চাইছেন সাবেক আধনায়ক আমিনুল ইসলাম বুলবুল। আইসিসির এশিয়া অঞ্চলের উন্নয়ন ম্যানেজার হিসেবে যিনি এখন দুবাইয়ে অবস্থান করছেন। খোঁজ খবর রাখছেন বাংলাদেশ দলেরও।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বিশ্বকাপ স্কোয়াডে সাইফউদ্দিনকে না রাখায় অবাক হয়েছি: কোচ নাজমুল আবেদীন

বিশ্বকাপে সহ-অধিনায়ক হিসেবে যাচ্ছেন তাসকিন আহমেদ 

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা: থাকছেন তাসকিন বাদ সাইফউদ্দিন 

কোচ নাজমুল আবেদীন ফাহিমকে নিয়ে সাকিবের একাকী অনুশীলন

বিশ্বকাপের দল ঘোষণা আজ, থাকছেন তাসকিন?

আইকন হিসেবে মোস্তাফিজকে দলে ভেড়ালো ডাম্বুলা থান্ডার্স

তারকা ক্রিকেটারদের ছাড়াই নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

৪০০ কোটি আয়, তবুও টিম মালিক কেন খেলোয়াড়ের প্রতি ক্ষুব্ধ, প্রশ্ন শেবাগের

উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবাকে টপকে বিশ্বরেকর্ড বাবর আজমের

বিশ্বকাপের দল ঘোষণা কবে জানাল বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :