নির্বাচন সামনে রেখে ঋণপ্রবৃদ্ধি কমছেই

রহমান আজিজ, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ অক্টোবর ২০১৮, ০৮:২১
ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবং ঋণের সুদহার এক অঙ্কে (সিঙ্গেল ডিজিট) বাস্তবায়ন না হওয়াসহ নানা কারণে বেসরকারি খাতে ঋণপ্রবৃদ্ধি আরও কমেছে। প্রবৃদ্ধির এই ঋণাত্মক ধারাকে উদ্বেগজনক বলছেন অর্থনীতি বিশ্লেষকরা।

সংবিধান অনুযায়ী আগামী ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারির শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। এই সময়ে ব্যবসায়ীরা বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন বলে জানা গেছে বিভিন্ন সূত্রে।

বাংলাদেশ ব্যাংক সূত্রের তথ্য অনুসারে, গত কয়েক মাসের ধারাবাহিকতায় প্রবৃদ্ধি কমে আগস্টের শেষে বার্ষিক ঋণপ্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৪ দশমিক ৯৫ শতাংশ। আগের মাস জুলাই শেষে যা ছিল ১৬ দশমিক ৯৪ শতাংশ।

সাম্প্রতিক সময়ে বেসরকারি খাতে সবচেয়ে বেশি ঋণপ্রবৃদ্ধি হয় গত বছরের নভেম্বরে। ওই মাসে প্রবৃদ্ধি হয়েছিল ১৯ দশমিক শূন্য ৬ শতাংশ।

ঋণপ্রবাহের প্রবৃদ্ধির ঋণাত্মক ধারাকে উদ্বেগজনক মনে করার কারণ হিসেবে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, ঋণপ্রবাহ কমে যাওয়ার অর্থ হলো বিনিয়োগ কমে যাওয়া। ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টির হারও কমে যাবে। জিডিপিতেও তা নেতিবাচ প্রভাব ফেলতে পারে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, চলতি বছর বেসরকারি ঋণপ্রবাহে সর্বোচ্চ প্রবৃদ্ধি হয়েছিল ফেব্রুয়ারি মাসে। ওই মাসে ঋণ বিতরণের পরিমাণ আগের মাসের চেয়ে ১৮ দশমিক ৪৯ শতাংশ বেড়েছিল। তারপর থেকেই প্রবৃদ্ধির হার ক্রমাগত কমছে।

মার্চ মাসে ঋণ বিতরণে প্রবৃদ্ধি হয় ১৭ দশমিক ৯৮ শতাংশ। পরের মাসে তা কমে ১৭ দশমিক ৬৫ শতাংশ হয়। মে মাসে ঋণপ্রবৃদ্ধির হার আরও কমে ১৭ দশমিক ৬০ শতাংশে নামে। জুন মাসে তা কমে দাঁড়ায় ১৬ দশমিক ৯৪ শতাংশ। জুলাই মাসে ঋণপ্রবৃদ্ধি ১৫ দশমিক ৮৭ শতাংশে নেমে আসে। আগস্ট মাসে তা ১৫ শতাংশের নিচে নেমে যায়। প্রবৃদ্ধির হার দাঁড়ায় ১৪ দশমিক ৯৫ শতাংশ।

জুলাই ও আগস্ট মাসের ঋণপ্রবৃদ্ধি চলতি বছরের দ্বিতীয়ার্ধ্বের জন্য ঘোষিত মুদ্রানীতির লক্ষ্যমাত্রার চেয়ে কম। জুলাই-ডিসেম্বর সময়ের জন্য ঘোষিত মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণপ্রবাহে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১৬ দশমিক ৮০ শতাংশ।

কী কারণে বেসরকারি খাতে ঋণপ্রবৃদ্ধি ধারাবাহিকভাবে কমছে জানতে চাইলে বিশেষজ্ঞরা জানান, মূলত তিনটি কারণে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধিতে ঋণাত্মক ধারা চলছে। প্রথমত নির্বাচনের বছরে ব্যাংকগুলোর ঋণে লাগাম টানতে গত জানুয়ারিতে ঋণ আমানত অনুপাত (এডিআর) কমানো হয়। ওই সময়ে ২৭টি ব্যাংকের বিতরণকৃত ঋণের পরিমাণ সীমার বাইরে চলে যায়। ফলে এ ব্যাংকগুলোর ঋণ সমন্বয় করতে হচ্ছে। এদের পক্ষে নতুন ঋণ দেওয়া বেশ কঠিন।

অন্যদিকে সীমার নিচে থাকা ব্যাংকগুলোও সতর্কতার সঙ্গে ঋণ বিতরণ করছে, যাতে তারা সীমার বাইরে চলে না যায়।

দ্বিতীয়ত, ব্যাংকে আমানতের সুদের হার কমানোয় আমানতে প্রবৃদ্ধি হচ্ছে না। বরং কোনো কোনো ব্যাংকে আমানতের পরিমাণ কমে গেছে। এতে ব্যাংকগুলোতে তারল্য সংকট দেখা দিয়েছে। ফলে তারা সেভাবে ঋণ বিতরণ করতে পারছে না।

তৃতীয়ত, সামনে জাতীয় সংসদ নির্বাচনের কারণে অনেক উদ্যোক্তা ধীরে চলো নীতি গ্রহণ করেছেন। তারা নির্বাচন-পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা সাপেক্ষে নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নিতে চান।

ব্যবসায়ীদের দাবির মুখে ব্যাংকে আমানতের সুদহার কমানোর উদ্যোগ নেয় সরকার। সুদহার কমানোর লক্ষ্যে ব্যাংকগুলোর সিআরআর সংরক্ষণের হার সাড়ে ৬ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৫ শতাংশ করা হয়। সরকারি আমানতের ৫০ শতাংশ বেসরকারি ব্যাংকে রাখার সুযোগ দেওয়া হয়।

এর পরও সুদহার না কমায় প্রধানমন্ত্রীর নির্দেশে সম্প্রতি ব্যাংকের উদ্যোক্তারা বসে সর্বোচ্চ ৯ শতাংশ সুদে ঋণ বিতরণ এবং ৬ শতাংশ সুদে তিন মাস মেয়াদি আমানত নেওয়ার ঘোষণা দেয়। তবে অনেক ব্যাংক এখনো তা কার্যকর করেনি।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং কাক্সিক্ষত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের জন্য বাজারে কী পরিমাণ টাকা ছাড়া হবে তার একটি ধারণা দিতে প্রতি ৬ মাসের আগাম মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক।

(ঢাকাটাইমস/৮অক্টোবর/মোআ )

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

সোনালী ব্যাংকের সঙ্গে স্বেচ্ছায় একীভূত হচ্ছে বিডিবিএল

ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভ্যাল মঙ্গলবার শুরু

চাঁদপুরে সোশ্যাল ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প নির্মাণে ব্যবহৃত হবে বসুন্ধরা সিমেন্ট

চামড়া শিল্পের উন্নয়নে করণীয় নির্ধারণ করা হয়েছে: শিল্পমন্ত্রী

ন্যাশনাল ব্যাংকের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে

ফের বাড়ল সোনার দাম, প্রতি ভরি এক লাখ ১৭ হাজার টাকা

সরকারের আর্থিক সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিতে অডিট কার্যক্রমকে ফলপ্রসূ করার তাগিদ

ইসলামী ব্যাংকের বরিশাল জোনের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত

সিটি ব্যাংক ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষর

এই বিভাগের সব খবর

শিরোনাম :