আসিয়ার ইস্যুতে আপস নয়: ইমরান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ নভেম্বর ২০১৮, ২১:৪১

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আসিয়া বিবির মামলায় দেশের সুপ্রিম কোর্ট যে রোয় দিয়েছে তা নিয়ে কোনো আপস করবে না সরকার। শনিবার লাহোরে একটি গৃহায়ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন।

২০০৯ সালে প্রতিবেশীদের সঙ্গে বাদানুবাদের একপর্যায়ে আসিয়া বিবি হিসেবে পরিচিত আসিয়া নুরান মহানবী হযরত মুহাম্মদ(সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করলে তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় ২০১০ সালে লাহোরের একটি আদালত মৃত্যুদণ্ডের আদেশ দেয়। আসিয়া বিবি এর বিরুদ্ধে পাকিস্তানের সর্বোচ্চ আদালতে আপিল করলে দীর্ঘ আট বছর পর পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাকে সম্প্রতি বেকসুর খালাস দেয়।

এর বিরুদ্ধে পাকিস্তান জুড়ে বিক্ষোভ শুরু হয়। এরপর গত বৃহস্পতিবার তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে দেশের নিরাপত্তা বাহিনী।

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/১০নভেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :