গাপটিলের রেকর্ড ভেঙে দিলেন কোহলি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১২:৫৬ | প্রকাশিত : ২৬ নভেম্বর ২০১৮, ১২:৪৮

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছে। দ্বিতীয়টি হয়েছে পরিত্যাক্ত। সিরিজ বাঁচাতে তাই তৃতীয় টি-টোয়েন্টিতে জয়ের বিকল্প ছিল না ভারতের। মহাগুরুত্বপূর্ণ ওই জয়টি রোববার তারা পেয়েছে অধিনায়ক বিরাট কোহলির ব্যাটিং নৈপুণ্যে। ৪১ বলে হার নামা মানা ৬১ রানের ইনিংস খেলেছেন তিনি। তাতেই বসে গেছেন রেকর্ডবুকে।

সিডনির ইনিংসের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে ১৪ ম্যাচে ৪৮৮ রান দাঁড়িয়েছে কোহলির৷ নির্দিষ্ট কোনো প্রতিপক্ষের বিপক্ষে কোনো একজন ক্রিকেটারের সর্বোচ্চ টি-টোয়েন্টি রানের বিশ্বরেকর্ড এটি৷ পূর্বের রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলের। কিউই তারকা পাকিস্তানের বিপক্ষে ১৫ ম্যাচে ৪৬৩ রান করেছিলেন৷

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি কোহলির ১৯তম হাফসেঞ্চুরি, ভারতীয় ব্যাটসম্যান হিসাবে যা যুগ্মভাবে সর্বোচ্চ৷ কোহলি ছুঁয়ে ফেলেছেন সতীর্থ ওপেনার রোহিত শর্মাকে৷ রোহিতের ঝুলিতেও রয়েছে ১৯টি অর্ধশত রান৷

এখানেই শেষ নয়, অস্ট্রেলিয়ার বিপেক্ষে টি-টোয়েন্টিতে এই নিয়ে পাঁচটি হাফসেঞ্চুরি করলেন কোহলি, যা নির্দিষ্ট কোনো দেশের বিপক্ষে কোনো ক্রিকেটারের করা যুগ্ম সর্বাধিক অর্ধশতের রেকর্ড৷ শ্রীলঙ্কার কুশল পেরেরারও বাংলাদেশের বিপক্ষে পাঁচটি হাফসেঞ্চুরি আছে৷

(ঢাকাটাইমস/২৬ নভেম্বর/এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :