কুষ্টিয়ায় আ.লীগের দুই বিদ্রোহী, জামায়াত নেতার মনোনয়ন বাতিল

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০১৮, ১৪:৪৯

একাদশ সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনে আওয়ামী লীগের দুই বিদ্রোহীসহ মোট আটজনের মনোনয়ন বাতিল করেছে জেলা রির্টানিং কর্মকর্তা।

এর মধ্যে কুষ্টিয়া-১ আসনে আওয়ামী লীগ নেতা সাবেক সাংসদ আফাজ উদ্দিন এবং হলফনামা না থাকায় বর্তমান সাংসদ রেজাউল হক চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

কুষ্টিয়া-২ আসনে ভোটারের স্বাক্ষর ভুল থাকায় জামায়াত নেতা স্বতন্ত্রপ্রার্থী আব্দুল গফুরের মনোনয়ন বাতিল করা হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা আসলাম হোসেন রবিবার তাদের মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন।

এছাড়া দলীয় মনোনয়নের চিঠি না থাকায় কুষ্টিয়া-৪ আসনে আওয়ামী লীগ নেতা বর্তমান সাংসদ আব্দুর রউফ এবং ঋণ খেলাপির দায়ে জাসদ নেতা রোকনুজ্জামানের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

উল্লেখ্য কুষ্টিয়া-১ আসনে আ ক ম সারোয়ার জাহান এবং কুষ্টিয়া-৪ আসনে সেলিম আলতাফকে দলীয় মনোনয়ন দেন আওয়ামী লীগ।

ঢাকা টাইমস/২ডিসেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :