আদালতের কলকাঠিও নাড়ছে সরকার, অভিযোগ রিজভীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৮, ১৫:৫৯

নির্বাচন কমিশনের পর এবার আদালতেও সরকার ও আওয়ামী লীগের হস্তক্ষেপে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রার্থিতা ঝুলে থাকার অভিােগ তুলেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বলেছেন, সরকার পেছন থেকে কলকাঠি নাড়ছে, তাই আদালতে গিয়ে সুবিচার পাওয়া যাচ্ছে না। সরকারের হুকুমেই খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মঙ্গলবার কারাবন্দি খালেদা জিয়ার মনোনয়নপত্র ইসিতে অবৈধ হওয়ার বিরুদ্ধে করা তিনটি রিটের ওপর হাইকোর্ট থেকে বিভক্ত আদেশ আসার প্রতিক্রিয়ায় এ অভিযোগ করেন তিনি। আইন অনুসারে এখন প্রধান বিচারপতির কাছে যাওয়ার পর তিনি রিটগুলো নিষ্পত্তির জন্য তৃতীয় বেঞ্চ গঠন করে দেবেন। এর ফলে খালেদার ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনে নির্বাচন করার বিষয়টি ঝুলেই থাকলো।

দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী ‘এই নির্বাচন হলো আমাদের আন্দোলন। ভোটের আন্দোলন। আমাদের দায়িত্ব হলো বেগম খালেদা জিয়ার মুক্তি তথা দেশকে মুক্ত করার এই আন্দোলনের ভোটে কোন ধরনের অভিমান রাখা যাবে না। বেগম জিয়ার মুক্তি ও দেশের স্বার্থে সবাইকে নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে হবে।’

এর আগে রবিবারও রিজভী আহমেদ বলেছিলেন, ‘ ‘আইনগতভাবে খালেদা জিয়ার নির্বাচন করতে কোনো বাধা না থাকলেও গভীর চক্রান্ত ও মাস্টারপ্ল্যানের অংশ হিসেবেই গতকাল (শনিবার) নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে।’ এর পেছনে আওয়ামী লীগের প্রতিনিধিদলের কমিশনে গিয়ে নির্দেশনা দেওয়ার অভিযোগও তুলেছিলেন তিনি।

রিজভী বলেন, ‘নির্বাচনী প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরুর দিনেই বিএনপি নেতাকর্মীদের ওপর সশস্ত্র আক্রমণ শুরু করেছে আওয়ামী লীগের সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিভিন্ন স্থানে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের প্রচারণার মাইক ভাংচুর এবং বিএনপির কার্যালয়ে হামলা ও ভাংচুর করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই আওয়ামী সন্ত্রাসীরা বিএনপি নেতাকর্মীদের ওপর গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণে রক্তাক্ত করেছে।’

রিজভীর অভিযোগ, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ঢাক-ঢোল পিটিয়ে আইনশৃঙ্ঘলা বাহিনীর ছত্রছায়ায় মিছিল সমাবেশ করেছে আওয়ামী লীগ। এ মিছিল থেকে তারা রাস্তার পাশে বিএনপির অফিস দেখলেই হামলা চালিয়ে তছনছ করেছে।’

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এসআর/এআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :