১০২ বছরে স্কাইডাইভিং

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৮:১৮ | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৮:১৬

প্রতি বছর নিজের জন্মদিনে নিজের কিছু না কিছু শখ পূরণ করেন নিশ্চই? কখনও ভেবেছেন নিজের ১০০তম জন্মদিনে পৌঁছালে, কী চমক দেবেন নিজেই নিজেকে? অস্ট্রেলিয়ার বাসিন্দা ইরিন ও'শিয়া কী ভেবেছিলেন জানলে চমকে যাবেন নিশ্চই।

নিজের ১০০তম জন্মদিনে জীবনে প্রথমবারের জন্য স্কাইডাইভিং করেন ও'শিয়া। কিন্তু খুব একটা সফল হতে পারেননি। তাই দু'বছরের প্রস্তুতি নিয়ে আবার স্কাইডাইভিং করলেন তিনি। হিসাব বলছে, ও'শিয়ার বয়স এখন, ১০২ বছর ১৯৪ দিন। অর্থাৎ বয়স সত্যিই একটা সংখ্যা ছাড়া যে আর কিছু নয়, তা আবার প্রমাণ করলেন ১০২ বছরের এই বৃদ্ধা। ১৪ হাজার ফুট ওপর থেকে ঝাঁপিয়ে এই অস্ট্রেলীয় বৃদ্ধাই এখন পৃথিবীর বয়স্কতম স্কাইডাইভার।

দক্ষিণ অস্ট্রেলিয়ার আকাশে প্রায় ১৪ হাজার ফুট উচ্চতায় বিমান থেকে ঝাঁপ দিলেন ইরিন। প্রতি ঘন্টায় ২২০ কিলোমিটার বেগে মাটির দিকে নেমে আসবার সময়ে সঠিক সময়ে প্যারাশুট খুলে নিখুঁতভাবে মাটিতে নেমে আসেন তিনি। নেমে আসবার পর ইরিন জানান যে, খুব ঠান্ডা থাকলেও আবহাওয়া ভালো ছিল। তাই কোনও অসুবিধা হয়নি। কিন্তু শুধুই কী অভিযানের উত্তেজনাতে এই ঝাঁপ? না। একটি বিশেষ কারণে অর্থ সংগ্রহ করতেই এই স্কাইডাইভিং ইরিনের। কয়েক বছর আগে মোটর নিউরন ডিজিজে আক্রান্ত হয়ে মারা যান ইরিনের মেয়ে। সেই থেকেই এই বিরল অসুখের চিকিৎসানর জন্য তহবিল গড়তে অর্থ সংগ্রহ করে চলেছেন ইরিন। তার এদিনের স্কাইডাইভিং-ও সেই অর্থ সংগ্রহেরই উদ্যোগ।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :