তৃতীয় লিঙ্গের মানুষের পাশে ডিআইজি হাবিব

তৃতীয় লিঙ্গের মানুষেরা সমাজে অবহেলিত। তাদের জন্য কাজ করার মতো মানুষ খুব বেশি নেই। তারাও যে এই সমাজের বাসিন্দা, অনেক সময় এই কথাটিও ভুলে যান অনেকে। এই অবহেলিত মানুষের পাশে আছে উত্তরণ ফাউন্ডেশন।
শনিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঁচশ জন তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা পুলিশের উপমহাপরিদর্শক (প্রশাসন ও শৃঙ্খলা) হাবিবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা বলেন, ‘আমাদের সবাইকে হিজড়া বোনেদের জন্য বিনয়ী হওয়া উচিত। তাদের টাকা তোলা নিয়ে আমরা বিরক্ত হই। কিন্তু আমরা ভাবিনা তারা কীভাবে চলবে, আমরা তাদের জন্য কী করেছি?’
তৃতীয় লিঙ্গের মানুষদের উদ্দেশে তিনি বলেন, ‘পুলিশ হিসেবে না, আপনাদের সঙ্গে থেকে কাজ করে যেতে চাই।’ ডিআইজি হাবিবুর রহমান বলেন, ‘আমি তাদের স্বাবলম্বী করার চেষ্টা করছি। আমি আশা করব, আমাদের এই উত্তরণ ফাউন্ডেশনের সঙ্গে সমাজের আলোকিত অনেক মানুষ যুক্ত হবেন।’
রাজধানীর মগবাজারে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার। তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে হিজড়া সদস্যদের নিয়ে কাজ করতে চেয়েছি। তাদের কর্মসংস্থান নিয়ে ভেবেছি। যদি তৃতীয় লিঙ্গের সদস্যদের ড্রাইভিং, বুটিক, বড়বড় প্রতিষ্ঠানে নিরাপত্তা সদস্য হিসেবে নিয়োগ দেওয়া যায়, তাহলে তারা উপকৃত হবেন।’
তেঁজগাও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ‘সমাজের অন্যরা হিজড়াদের বাঁকা চোখে দেখে। আপনারা মন খারাপ করবেন না। আপনাদের সমাজের মূল স্রোতে নিয়ে আসতে আমরা চেষ্টা করছি।’
এসময় তৃতীয় লিঙ্গের সদস্য দীপালি বলেন, ‘আমরা এলোমেলো ভাবেঘুরে বেড়াতে চাই না। আমাদের কাজের সুযোগ করে দেন। কাজ করে মানুষের মত বেঁচে থাকতে চাই। পিছিয়ে থাকতে চাই না।’
(ঢাকাটাইমস/ ২৬ জানুয়ারি/এসএস/ এইচএফ)

মন্তব্য করুন