মাহফিল থেকে ফেরার পথে দুর্ঘটনায় বক্তাসহ নিহত ২

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ১২:৪৩

যশোরের ছাতিয়ানতলায় শুক্রবার ভোরে ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও দুইজন।

নিহতরা হলেন- যশোর সদরের শেখহাটি জামরুলতলা সাইফুল্লাহ মোল্যার ছেলে কণ্ঠশিল্পী মাওলানা আবু জাফর যশোরী ও নূরপুর ডাকাতিয়া এলাকার সোলায়মান মিনার ছেলে হাফেজ বোরহান উদ্দিন।

নিহত আবু জাফর ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর সদর উপজেলা শাখার সহ-সভাপতি ছিলেন।

আহতরা হলেন- যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট নতুনমাথা এলাকার আহম্মদ আলী সর্দারের ছেলে তৈমুর রহমান তামিম ও মাগুরার শালিখা উপজেলার শতপাড়া গ্রামের আবু তালেব মুন্সির ছেলে আবুজার।

বাঘারপাড়া থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহিদুজ্জামান বলেন, আবু জাফর যশোরীসহ চারজন বরিশালের বোরহানউদ্দিন থানার পায়রা গ্রামে একটি ওয়াজ মাহফিলের অনুষ্ঠান থেকে প্রাইভেটকার যোগে (ঢাকা মেট্রো-গ-১৪-০৫৭৭) ফিরছিলেন। গাড়ি চালাচ্ছিলেন বোরহান উদ্দিন। ভোরের দিকে ঘুম চোখে গাড়ি চালানোর সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (যশোর-ট ১১-৩৪৫৫) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারে থাকা চারজনই গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে আনার সময় আবু জাফর ও বোরহান উদ্দিন মারা যান।

ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাকটি আটক করা হয়েছে বলে জানান তিনি।

যশোর জেনারেল হাসপাতালের মডেল ওয়ার্ডের সিনিয়র নার্স কাকলী ডা. আব্দুর রহিম মোড়লের উদ্ধৃতি দিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, আহত দুজনের অবস্থা শঙ্কামুক্ত নয়। ২৪ ঘণ্টা পার না হলে কিছুই বলা যাবে না।

(ঢাকাটাইমস/৮সেপ্টেম্বর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :