সৌম্য-লিটন একদিন খেলে দিলেই হবে: পাপন

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৩ জুন ২০২৪, ০৮:৪৮

ব্যর্থতার বৃত্তে বন্দী রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের দুই ওপেনার সৌম্য সরকার ও লিটন দাস। একের পর এক ম্যাচে ব্যর্থ হচ্ছেন তারা। যার ফলে তাদের দলে রাখা নিয়ে প্রচুর আলোচনা-সমালোচনা হচ্ছে। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বিশ্বাস, নিজেদের দিনে ভালো কিছু করার সামর্থ্য রাখে তারা।

সামর্থ্য কিংবা প্রতিভা থাকলেও পারফরম্যান্সে ধারাবাহিকতা নেই একদমই। সৌম্যর চেয়েও বাজে অবস্থা লিটন দাসের। চলতি বছরে যেন ব্যাটই হাসছে না তার। এবছর এখন পর্যন্ত কোন হাফ সেঞ্চুরি করতে না পারা লিটন ব্যর্থ দ্রুত রান তুলতেও।

বাজে ফর্মের কারণে মাঝে একাদশ থেকে বাদও পড়েছিলেন লিটন। ওপেনিংয়ে ভালো করতে না পারায় তিনেও ব্যাটিং করানো হয়েছে তাকে। তবুও ব্যাট হাতে রানের দেখা পাচ্ছেন না বাংলাদেশের এই ব্যাটার। তাদের অফ ফর্ম চিন্তা বাড়াচ্ছে বাংলাদেশের। যদিও নাজমুল হাসান পাপন জানান তারা দুজন একদিন খেলে দিলেই হবে।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাপন বলেন, ‘সৌম্য আর লিটন একদিন খেলে দিলেই হবে। ওই দিনটা কোনদিন ওইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সমস্যাটা হচ্ছে আমাদের দরকার এখনই। আমরা এটাই আশা করতে পারি যত তাড়াতাড়ি তারা তাদের সাহস এবং ফর্মটা ফেরত পাক।’

চোখের সমস্যার পর থেকে ব্যাটিংয়ে সুবিধা করতে পারছেন না সাকিব আল হাসান। আপাতত অভিজ্ঞতার উপর ভর করেই খেলে যাচ্ছেন টাইগার এই অলরাউন্ডার। এদিকে বাংলাদেশের ব্যাটিংয়ের পুরোটা টেনে নিয়ে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে অধিনায়ক হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়ার পরিবর্তে অফ ফর্মে পড়ে আছেন নাজমুল হোসেন শান্ত।

পাপন আশা করেন শান্ত দ্রুতই রানে ফিরে আসবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাকিব আছে অভিজ্ঞ, মাহমুদউল্লাহ রিয়াদ আছে। এখন আসেন তার আগে যারা আছে। এদের নিয়ে যদি আমি কথা বলতে যাই তাহলে অবশ্যই সৌম্য, লিটন দাস, শান্ত। আশা করছি শান্ত যেকোনো সময় রানে চলে আসবে।’

বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার নিয়ে বিশ্বকাপে খেলতে গেছে বাংলাদেশ। সবশেষ এক-দেড় বছর ধরে জাতীয় দলে খেললেও অনেকটা তরুণ তাওহীদ হৃদয়। ব্যাট হাতে রিয়াদের পাশাপাশি পারফর্মও করছেন তিনি। তরুণ তানজিদ হাসান তামিমের সামর্থ্যেরও আস্থা রাখছেন পাপন।

পাপন বলেন, ‘দেখুন তানজিদ তামিমের সামর্থ্য আছে, এটা অস্বীকার করে কোনো লাভ নেই। তাওহীদ হৃদয়ের সামর্থ্য আছে, ওরা ভালো খেলছে। ওরা যে একেবারে খারাপ খেলছে তা না। তবে ওরা যে বিশ্বকাপে বড় দলগুলোর সঙ্গে দুর্দান্ত খেলবে তা নয়। ওরা তো একেবারে নতুন, ওদের তো এত তাড়াতাড়ি দেয়ারই (সুযোগ) কথা না।’

(ঢাকাটাইমস/০৩জুন/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

ক্রিকেটারদের ধরে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

স্বাধীনভাবে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন শামসি

রবিবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নামার আগেই দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে

৩ ভাইকে সঙ্গে নিয়ে বিয়ের পিঁড়িতে রশিদ খান

দেশের মাটিতেই শেষ টেস্ট খেলবেন সাকিব, চাওয়া আসিফের

এক দশক পর বিশ্বকাপে বাংলাদেশের জয়, যা বললেন অধিনায়ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে জয় পেল বাংলাদেশের মেয়েরা

ইউআইটিএস ইন্টার-ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, শিরোপা ইংলিশ ফ্যালকনের

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে মিরাজ

এই বিভাগের সব খবর

শিরোনাম :