টি-টোয়েন্টি বিশ্বকাপ: নামিবিয়ার বিপক্ষে ১০৯ রানেই থামল ওমান

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০২৪, ০৮:৩০
অ- অ+

চলছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের মাঠের লড়াই। আজ দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে নামিবিয়া ও ওমান। যেখানে টস হেরে ব্যাটিং করতে নেমে নামিবিয়ার বিপক্ষে কোনোমতে ১০০ পার করতে সমর্থ হল ওমান। নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই ১০৯ রানে গুটিয়ে গেছে তাদের ইনিংস।

সোমবার (৩ জুন) টস হেরে ব্যাট করতে নেমে ওমানের টপঅর্ডারের তিন ব্যাটারই উইকেট ছুড়ে দিয়ে যান। দুই ওপেনারের মধ্যে কাশ্যাপ প্রজাপতি শূন্য ও নাসিম খুশি ৬ রান করে বিদায় নেন। মাঝে কাশ্যাপের মতো গোল্ডেন ডাক দেন ওয়ানডাউনে নামা আকিব ইলিয়াস। চতুর্থ উইকেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তারা।

কিন্তু খালিদ কাইল ও জিশান মাকসুদের ২৭ রানের জুটির পর আবার উইকেট তুলে নেয় নামিবিয়া। এ সময় ২২ রান করে জিশানকে সাজঘরে ফেরান রুবেন ট্রাম্পেলম্যান। আয়ান খান তখন খালিদকে সঙ্গ দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। ২১ বলে ১৫ রান করে জেরার্ড এরাসমাসের বলে ফ্রাইলিঙ্ককে ক্যাচ দেন তিনি।

মোহাম্মদ নাদিম ১০ বলে করেন মাত্র ৬ রান। এরপর দলীয় সর্বোচ্চ ৩৪ রান করা খালিদ ক্যাচ দেন বোলার ডেভিড ভিসেকে। ৩৯ বলের ইনিংসে ১টি করে চার ও ছয় হাঁকান ওমান ব্যাটার। মূলত গুটিয়ে যাওয়ার শঙ্কা দেয় তাদের। তবুও ১৯.৪ ওভারে কোনোমতে একশ’র বৈতরণী পার হতে সক্ষম হয় দলটি। শাকিল আহমেদ ১১ ও মেহরান খান করেন ৭ রান।

নামিবিয়ার হয়ে ২১ রান দিয়ে ৪ উইকেট নেন ট্রাম্পেলম্যান। ৩ উইকেট নিতে ভিসে খরচ করেন ২৮ রান। এরাসমাস ২টি ও বার্নার্দ স্কুলজ নেন ১ উইকেট।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না: আমিনুল হক 
বেগমগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়ে নিহত, বাবা আহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা