শ্রীপুরে ট্রেনের ধাক্কায় আহত যুবকের মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ অক্টোবর ২০১৭, ২২:১০
ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার লোহাগাছ সাত রাস্তার মোড়ে ঢাকাগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কায় আহত যুবক রায়হান (১৮) মারা গেছেন।

আজ বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। রায়হান পৌর এলাকার লোহাগাছ গ্রামের নুরু মিয়ার ছেলে।

নিহতের পিতা নুরু মিয়া জানান, সকাল ৯টার দিকে কানে হেডফোন লাগিয়ে রেল লাইন ধরে হাঁটছিলেন। এসময় ঢাকাগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কায় গুরুতর আহত হলে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যায়। পরে রাতে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শাহজাহান মিয়া জানান, এবিষয়ে আমাদের কেউ অবহিত করেনি।

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :