কোহলিকে অ্যান্ডারসনের মিথ্যাবাদী বলার কারণ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ জুলাই ২০১৮, ১৩:০০ | প্রকাশিত : ২৪ জুলাই ২০১৮, ১২:৪১

আগামী ১ আগস্ট থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ডের মধ্যেকার প্রথম টেস্ট। সাদা পোশাকে মাঠে নামার আগেই ভারতের অধিনায়ক কোহলিকে মিথ্যাবাদী বললেন টেস্ট ইতিহাসে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারী জেমস অ্যান্ডারসন।

২০১৪ সালে ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলেছিল ভারত। আর সেই সিরিজে ব্যর্থ ছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু চার বছর পর একই জায়গায় আবারও সাদা পোশাকে মাঠে নামার আগে নিজের রান পাওয়ার চেয়ে দেশের জয়টাকেই বড় করে দেখছেন কোহলি। আর কোহলির এমন মতামতকে মিথ্যা বলে দাবি করছেন ইংলিশ বোলার অ্যান্ডারসন।

টেস্টের আগে ইংল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ভারত। দুই সিরিজের সমান একটি করে জিতেছে দুই দল। যার কারণে বলাই যায় টেস্ট সিরিজটি হতে যাচ্ছে বেশ জমজমাট। টেস্ট শুরুর আগে কোহলির মতামত নিয়ে অ্যান্ডারসন বলেন,‘কোহলির রান পাওয়া না পাওয়ার উপর সত্যিই কি কিছু নির্ভর করে না?‌ আমার মতে সে মিথ্যা বলছে।’

তিনি আরো যোগ করেন,‘ভারতের যদি জিততে হয় তাহলে অবশ্যেই কোহলিকে রান করতে হবে। কোহলি দরকে জেতাতে রানের জন্য মরিয়া থাকবে। আর অধিনায়ক এবং বিশ্বের এই সেরা খেলোয়াড়ের কাছে আপনি অবশ্যই রান আশা করবেন।’

(ঢাকাটাইমস/২৪জুলাই/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :