বাঘারপাড়া প্রেসক্লাব সভাপতি সাংবাদিক ইকবালের মুক্তি দাবি

যশোর (প্রতিনিধি), ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ অক্টোবর ২০১৮, ১৩:৩০

যশোরের বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক স্পন্দনের সাংবাদিক ইকবাল কবীরে মুক্তি দাবি করেছেন স্থানীয় সাংবাদিকরা। পুলিশের হাতে আটক ও ষড়যন্ত্রমূলক মামলা দেয়ার প্রতিবাদে বুধবার মানববন্ধন করেছেন তারা।

বাঘারপাড়া প্রেসক্লাবের উদ্যোগে বেলা ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বাঘারপাড়া উপজেলা ও যশোরের সাংবাদিকরা অংশ নেয়।

এদিকে সাংবাদিক ইকবালের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক ইকবাল কবীরের বিরুদ্ধে থানা কম্পাউন্ডে ঢুকে চার পুলিশকে মারধর, সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগ আনা হয়েছে। যা ভিত্তিহীন। বর্তমান সময়ে পুলিশ ত্রাস সৃষ্টি করে রেখেছে অথচ তাদের দাবি তারা মার খেয়েছেন।

এমন হাস্যকর ঘটনা আর দ্বিতীয়টি হয় না। এজন্য প্রহসন ও ষড়যন্ত্রের এ মামলা প্রত্যাহার করে সাংবাদিক ইকবালের মুক্তির দাবি জানান স্থানীয় সাংবাদিকরা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন সাংবাদিক নেতৃবৃন্দ।

মানববন্ধনে প্রেসক্লাব যশোরর সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, বাঘারপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চন্দন দাসসহ সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এদিকে বুধবার বেলা সাড়ে ১১টায় শুনানি শেষে সাংবাদিক ইকবাল কবীরের রিমান্ড ও জামিন না মঞ্জুর করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিক। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ড আবেদন করেছিল।

ঢাকাটাইমস/১০অক্টোবর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ভালুকা উপজেলায় চেয়ারম্যান রফিক, বাকি দুই পদে বিজয়ী যারা

শরীয়তপুরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে গুরুতর আহত অন্তঃসত্ত্বা নারী

দিনাজপুরের তিন উপজেলায় হাফিজুর, মিল্টন ও ফাহিম চেয়ারম্যান নির্বাচিত

বগুড়ায় নির্বাচনে দা‌য়ি‌ত্ব পাল‌নকালে পুলিশ কনস্টেবলের মৃত্যু

বগুড়ার তিন উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

রাজাপুরে দুই উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫

ফরিদগঞ্জে খাজে আহমেদ ও কচুয়ায় মাহবুব আলম চেয়ারম্যান নির্বাচিত

কুমিল্লার তিন উপজেলা পরিষদে দুটিতে নতুন মুখ

যশোর সদরে তৌহিদ চাকলাদার ফন্টু চেয়ারম্যান নির্বাচিত

প্রধান শিক্ষককে স্বেচ্ছাসেবক দলের নেতার মারধর

এই বিভাগের সব খবর

শিরোনাম :