কোপেনহেগেনে “ঈদ মেলা ও ফুড ফেস্টিভ্যাল” অনুষ্ঠিত
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের নরোব্ররো হেলেনে বিপুল সংখ্যক প্রবাসী বাঙালির অংশগ্রহণে “ঈদ মেলা ও ফুড ফেস্টিভ্যাল” উৎসব অনুষ্ঠিত হয়েছে।
ফিতা কেঁটে এর উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাস ডেনর্মাকের প্রেসিডেন্ট সাকিব সাদাকাত।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সমাজিক সংগঠনের প্রধানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের নিরপেক্ষতা ও অরাজনৈতিক উপস্থাপন ছিল মনে রাখার মতো।
বিভিন্ন স্টলের আকর্ষণীয় নাম, বিভিন্ন স্বাদের রকমারী খাবার এক শান্তির নবতাল সৃষ্টি করেছিল।
শৈল্পিক হাতের কালা ভুনা, সাথে পাবনার মিষ্টি, রানা ভাইয়ের স্বপ্নে পাওয়া সরিষার তৈল মাখানো মুড়ি, খুলনার চুইঝাল মাংস, পাবনা-ফেনীর স্টলের সিনেমার টিকিট, মারিয়া ফ্যাশনের বিভিন্ন ডিজাইনের পোশাক, লাইফ মেশিনে বানানো আখের রস ছিল বিশেষ আকর্ষণ।
এছাড়াও নতুন শিশুদের জন্য বিশেষ আয়োজনও ছিল চোখে পড়ার মতো।
চার ঘণ্টার জন্য পুরো মেলার পরিবেশটা একটি ইতিবাচক বাংলাদেশের প্রতিচ্ছবি হয়ে উঠেছিল।
মেলায় উপস্থিত দর্শকদের অনেকেই আশা করেন যে, আগামী দিনেও এইরকম সামাজিক অনুষ্ঠানের আয়োজন অব্যাহত থাকবে।
ঢাকাটাইমস/০৫জুন/ইএস
মন্তব্য করুন