সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ঢাকা বার চ্যাপ্টারের কমিটি অনুমোদন

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম (সাল্ফ) ঢাকা বার চ্যাপ্টারের কমিটি অনুমোদন দিয়েছেন সংগঠনের ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের প্রেসিডেন্ট অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ।
রবিবার অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমানকে প্রেসিডেন্ট ও অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম মোল্লাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
অ্যাডভোকেট মনিরুল ইসলাম আকাশ আকাশ, অ্যাডভোকেট সালেহা বেগম শিল্পী ও অ্যাডভোকেট আলহাজ্ব মো. বশির উদ্দিনকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে।
ভাইস প্রেসিডেন্টরা হলেন- অ্যাডভোকেট মো. আকতার উন নবী আপন, অ্যাডভোকেট ইয়াছিন হোসেন, অ্যাডভোকেট খন্দকার মহিবুল হাসান আপেল, অ্যাডভোকেট আফরোজা শাহনাজ পারভীন হিরা, অ্যাডভোকেট মো. সেলিম জাবেদ, অ্যাডভোকেট মো. সেলিম মিয়া, অ্যাডভোকেট কারিমা আক্তার, অ্যাডভোকেট মো. মফিজুর রহমান মিজু, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকরা হলেন- অ্যাডভোকেট মনিরা বেগম মনি, অ্যাডভোকেট মো. মাহবুব রানা, অ্যাডভোকেট হাজেরা বেগম আজরা, অ্যাডভোকেট মো. আজাদুল ইসলাম আজাদ, অ্যাডভোকেট মোহাম্মদ জুয়েল আহমেদ।
যুগ্ম সাধারণ সম্পাদকরা হলেন- অ্যাডভোকেট মো. উজ্জ্বল মিয়া, অ্যাডভোকেট মাহফুজা খাতুন, অ্যাডভোকেট সাদিয়া আফরোজ, অ্যাডভোকেট নাসিমা বেগম, অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট জেবুন নেসা খানম ও অ্যাডভোকেট জাহিদুল ইসলাম কাদির।
এছাড়া সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম জয়, সাংস্কৃতিক, নাট্য ও আবৃত্তি সম্পাদিকা অ্যাডভোকেট কামরুন নাহার লিজা, সাংস্কৃতিক সম্পাদিকা অ্যাডভোকেট উম্মে সালমা শিল্পী, তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা মহসিন, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. ইব্রাহিম খলিল হাওলাদার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খালেদ মাসুদ সোয়েব, আন্তর্জাতিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবু, প্রচার সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম শিকদার, ভিকটিম সাপোর্ট সেক্রেটারি অ্যাডভোকেট জেসমিন আক্তার, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট সমরজিৎ মজুমদার, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সারোয়ার জাহান, জলবায়ু ও পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন ভূইয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা অ্যাডভোকেট শাহনাজ আক্তার সুমী, অর্থ সম্পাদক অ্যাডভোকেট শাহনাজ সাথী, পরিকল্পনা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ রিফাত আজিম, লিগাল এইড বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এ কে এম এনামুল হক রুপম, আভ্যন্তরীণ যোগাযোগ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এস এম মিজানুর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল কাশেম নাদিম, সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট তানজিল হোসেন রবিন, শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মফিজুর রহমান বাবুল, যুব বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. রেজাউল করিম স্বপন।
নির্বাহী সদস্যরা হলেন- অ্যাডভোকেট সালমা হাই টুনি, অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ আলো, অ্যাডভোকেট ছাকায়েত উল্লাহ ভুইয়া ছোটন, অ্যাডভোকেট মো. ফিরোজুল ইসলাম ফিরোজ, অ্যাডভোকেট সাহিদা পারভীন নদী, অ্যাডভোকেট এস. ডি দুর্জয়, অ্যাডভোকেট নাছরিন আক্তার গাজী নাজ, অ্যাডভোকেট মিজানুর রহমান সবুজ, অ্যাডভোকেট নজরুল হাওলাদার, অ্যাডভোকেট হুমায়ন কবির লাভলু, অ্যাডভোকেট হোসনি মোবারক।
(ঢাকাটাইমস/০৫জুন/এমআই/ইএস)

মন্তব্য করুন