বিএনপির সঙ্গছাড়া নেতারা যাচ্ছেন বি চৌধুরীর বাসায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ১৪:১০ | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৮, ১৩:৫২
বিকল্পধারার সভাপতি বদরুদ্দোজা চৌধুরী

বিএনপি জোট ছেড়ে আসা বাংলাদেশ ন্যাপ ও এনডিপির নেতারা বিকল্পধারার প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় বি চৌধুরীর বারিধারার বাসায় যাবেন দুই দলের নেতারা।

ঢাকাটাইমসকে একথা জানিয়েছেন ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া। তবে তারা কী বিষয়ে আলোচনা করতে যাচ্ছেন সে সম্পর্কে তিনি কিছু জানাননি।

গত মঙ্গলবার ছয় বছর ধরে বিএনপি জোটে থাকা ন্যাপ ও এনডিপি ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দেয়। তবে তাদের একটি ভগ্নাংশ এখনও বিএনপিতে রয়ে গেছে। এজন্য বিএনপি দাবি করছে তাদের জোট এখনও ভাঙেনি।

এর আগে ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত ‘জাতীয় ঐক্যফ্রন্টে’ শীর্ষ নেতা হিসেবে বি চৌধুরীরও থাকার কথা ছিল। তবে শেষ মুহূর্তে তার দল বিকল্পধারা ‘জাতীয় ঐক্যফ্রন্টে’ যোগ দেয়নি।

বি চৌধুরীকে অপমানিত করা হয়েছে বলেও অভিযোগ করেছে বিকল্পধারা। এছাড়া এই জোটে পরোক্ষভাবে স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামীর সম্পৃক্ততা আছে দাবি করে এই জোটে না যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :