প্রয়াত এমপির কন্যা উর্মির ফেসবুক স্ট্যাটাসে তোলপাড়

চলতি বছর ১৬ মার্চ মৃত্যুবরণ করেছেন ঝিনাইদহের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। তিনি ছিলেন ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি।
তাঁর মৃত্যুর পর কন্যা ফারহানা উর্মি ‘পিতার মৃত্যু ও সমসাময়িক রাজনীতি’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুরুতর অভিযোগ সামনে এনেছেন।
তিনি দাবি করে বলেন, একটি গোয়েন্দা সংস্থার লোকজন তার বাবাকে জোর করে ধরে নিয়ে টাকা দাবি করেছিল।
ফেসবুকে লেখা তার বক্তব্য হুবহু তুলে ধরা হলো-
কেন্দ্রীয় নেতাদের প্রশ্ন করতে চাই, সেদিন আপনারা কোথাই ছিলেন। যেদিন একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমার বাবাকে হয়রানি করা হয়েছে? পোস্টার ছেড়া, মাইক ভাঙার মামলায় জেলে ঢুকানোর মতো এতবড় ষড়যন্ত্র করার পরও আপনারা নাকে তেল দিয়েছিলেন... সেদিন কোথাই ছিলেন, যেদিন ডিজিএফআই জোর করে আমার বাবাকে ধরে নিয়ে গিয়ে টাকা দাবি করে...
সেদিন কোথায় ছিলেন যেদিন মিথ্যা মামলার জামিন না পেয়ে আমার বাবা রাতের পর রাত না ঘুমাতে পেরে ঠাণ্ডায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত আর বাঁচতেই পারলো না...
সেদিন আপনারা কোথায় ছিলেন, যখন ভোটের পরও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে তারে চিকিৎসা নিতে যেতে দেওয়া হয়নি...
আজকে আমার বাবার লাশের ওপর দিয়ে রাজনীতি করলেন, একদিন আপনাদেরও দিন আসবে...'।
(ঢাকাটাইমস/১৮মে/এসএস/পিএস)

মন্তব্য করুন