বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: কামরুল ইসলাম
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রের বিরুদ্ধে তাদেরকে দাঁতভাঙা জবাব দিতে হবে।’
রবিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের অফিসে শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত দেশ গড়ার পথ বাস্তবায়ন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি-জামায়াত দেশের মানুষের ভালো চায় না। তারা ক্ষমতার জন্য উন্মাদ হয়ে গেছে। ক্ষমতায় গিয়ে দুর্নীতি আর লুটপাট করতে চায় তারা। নির্বাচনে না এসে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের পাঁয়তারা করছে বিএনপি। দেশের বিরুদ্ধে ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্ট সালমান ফজলুর রহমান এমপি।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, কার্যনির্বাহী সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. এনামুর রহমান, মাহবুবুর রহমান, নাসির উদ্দিন, ফকরুল আলম সমর, ঝিলু, সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূইয়া প্রমুখ।
(ঢাকাটাইমস/১৯মে/জেএ/এসআইএস)