ঝিনাইদহে রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জে রাস্তা পাকাকরণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।
উপজেলার ছালাভরা থেকে পান্নাতলা পর্যন্ত এলজিইডির তত্ত্বাবধানে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও পরিমাণে কম দেওয়া হচ্ছে বিটুমিন। কাজ হচ্ছে না শিডিউল অনুযায়ী। ফলে রাস্তার কার্পেটিং কাজ শেষ না হতেই বিভিন্ন স্থানে উঠে যাচ্ছে কার্পেটিং এবং দেবে যাচ্ছে রাস্তা। অথচ উদাসীন রয়েছেন কালীগঞ্জ এলজিইডি প্রকৌশলী আবুল কালাম আজাদ। ফলে বিক্ষুব্ধ হয়ে উঠছে স্থানীয় লোকজন।
জানা যায়, উপজেলার সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের ছালাভরা থেকে পান্নাতলা বাজার পর্যন্ত দুই কোটি ৯ লাখ ৫০৫ টাকা বরাদ্দে দুই হাজার ৮৫০ মিটার দৈর্ঘ্যের এই রাস্তাটির নির্মাণ কাজ বরেন্দ্র ইন্টারন্যাশনাল নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কাজটি করছেন রুনু কাজী নামের এক প্রভাবশালী ঠিকাদার। ওই ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের বিটুমিন দিয়ে কার্পেটিং কাজ করছেন। তাছাড়া রাস্তায় পিচ ঢালার পূর্বে ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে না, মাটির উপরেই পিচ ঢেলে কাজ করা হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কাঁদা-মাটি পড়ে রাস্তায় খোয়ার অস্তিত্বই হারিয়ে গেছে। তারপরেও গত কয়েকদিন পূর্ব থেকে রাস্তা ভালোভাবে পরিষ্কার না করে তার ওপর কার্পেটিংয়ের কাজ শুরু করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, আমরা প্রতিবাদ করলে আমাদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে।
এলাকাবাসীরা আরও জানান, এই রাস্তা নিয়ে এলাকাবাসীর যে স্বপ্ন ছিল, তা ঠিকাদারের নিম্নমানের কাজের জন্য পূরণ হচ্ছে না।
স্থানীয়দের অভিযোগ বিষয়ে জানতে চাইলে কাজটি নিম্নমানের হচ্ছে না জানিয়ে ঠিকাদার রুনু কাজী বলেন, আপনি আমার সঙ্গে এসে দেখা করেন সাক্ষাতে কথা বলেন। এক পর্যায়ে তাকে আর ফোন দিতে নিষেধ করে হুমকি প্রদান করেন।
রাস্তার বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ উপজেলা (এলজিইডি) প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, আমি ওখান থেকে আসলাম আমি জানি ওখানে কি হচ্ছে। রাস্তা পরিষ্কার করেই পিচ ঢালছে।
(ঢাকাটাইমস/১৯মে/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন