বিশ্বকাপে কেমন হবে বাংলাদেশের একাদশ জানালেন পাপন

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২৪, ১১:৫১
অ- অ+

আগামী ২ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করবে। ২০ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শুরু হবে ৮ জুন থেকে। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের মাটিতে সিরিজ খেলতে ইতোমধ্যে দেশটিতে অবস্থান করছে বাংলাদেশ দল। ফলে বিশ্বকাপে তাদের একাদশ কেমন হবে– এই প্রশ্নের উত্তর খোঁজার সময় এখনও যথেষ্ট আছে ক্রিকেট সংশ্লিষ্টদের কাছে।

যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আগেই নিজের পছন্দের একাদশ জানিয়ে দিলেন। যদিও এক্ষেত্রে কোনো চমক রাখেননি তিনি, জিম্বাবুয়ে সিরিজে খেলা দলটিকেই মূলত বিশ্বকাপেও রেখেছেন পছন্দের শীর্ষে।

গতকাল (শনিবার) টাইগার একাদশে কারা খেলবেন এ নিয়ে পাপন বলেন, ‘আমাকে যদি জিজ্ঞেস করেন, ওপেনিংয়ে তিনজনের মধ্যে কোন দুজন খেলবে এটা আমি বলতে পারছি না এখন। তবে এই তিনজনের মধ্যে দুজন খেলবে। তিনে শান্ত, চারে সাকিব, পাঁচে তাওহীদ হৃদয়…না…চারে তাওহীদ হৃদয়, পাঁচে সাকিব, ছয়ে মাহমুদউল্লাহ রিয়াদ, সাতে অনিক…যদি আমরা এই ক’জন ব্যাটার খেলাই। তারপর একজন স্পিনার আসবে। রিশাদ আসবে নাকি শেখ মাহেদী আসবে সেটা আমি জানি না। এরপর তিন পেসার খেলবে, এটা হলো স্ট্যান্ডার্ড। এখন এর মাঝে পরিবর্তনের সম্ভাবনা খুবই ক্ষীণ বলে আমার মনে হয়।’

লিটন দাসের ফর্ম না থাকায় ওপেনিংয়ে তানজিদ তামিমকেই এগিয়ে রাখলেন বিসিবি সভাপতি, ‘এক বছর আগেও আমি যদি কাউকে জিজ্ঞেস করতাম, আমাদের সেরা ওপেনার কে? তামিম (ইকবাল) ছাড়া। সবাই বলত—লিটন দাস। কিন্তু লিটন এখন ফর্মে নেই। খালি দোয়া করতে পারি যেন সে ফর্মে ফিরে। শান্ত, তাওহীদ হৃদয় বা অনিক যাই বলেন—ওদের এ পর্যন্ত যে কয়েকটা খেলা দেখেছি, তারা সবাই সম্ভাবনাময়ী। আর থাকে সাকিব আর মাহমুদউল্লাহ...এরপর তো আর কথাই নেই। তাহলে বাকি থাকে হলো আরেকটা ওপেনার। আমাকে যদি জিজ্ঞেস করেন, তানজিদ তামিম? ও টি-টোয়েন্টিতে অসম্ভব ভালো খেলছে। যে অ্যাপ্রোচ ও সাহসিকতা দরকার, এটা ওর মধ্যে আছে। ও যদি সুযোগ পায় আগামী এক-দেড় বছরের মধ্যে আমাদের একজন ভালো ওপেনার হতে পারে।’

এরপর একাদশের বাকি জায়গাগুলোও পূরণ করেন পাপন, ‘সৌম্য সরকারও আছে ওখানটায়। আমরা জানি, সৌম্য যেদিন খেলে সেদিন দলের অর্ধেক কাজ করে ফেলতে পারে। তবে ধারাবাহিকতার একটা সমস্যা আছে আমাদের। ওপেনিং পজিশন ছাড়া আমি মনে করি না, আমাদের কোনো দ্বিধা নেই, এখানটায় কারা খেলতে পারে। পেসারের কথা যদি বলেন, ফিট থাকলে তাসকিন, শরীফুল ও মুস্তাফিজ—এই তিনজন খেলবে। অন্য কারও ঢোকার কোনো সুযোগই নেই।’

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু ২ জুন, তবে বাংলাদেশের অভিযান শুরু হবে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। এর আগে নাজমুল শান্ত’র দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২১, ২৩ ও ২৫ মে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

(ঢাকাটাইমস/১৯মে/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫ আগস্ট গুলিবিদ্ধ তরুণ সালমানের পাশে তারেক রহমান 
যশোরে বাজার দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত  
Celebrating Mother’s Day: A Tribute to the Strength and Love of Working Mothers
বিদেশি বিশেষজ্ঞ এনে সংস্কারসহ পুঁজিবাজার উন্নয়নে পাঁচ নির্দেশনা প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা