দুই পুলিশ বক্সে আগুন, প্রচলিত আইনে ব্যবস্থা: ডিসি জসিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৯ মে ২০২৪, ২২:১১ | প্রকাশিত : ১৯ মে ২০২৪, ২২:০৬
উপ-পুলিশ কমিশনার জসিম উদ্দিন মোল্লা, ফাইল ছবি

রাজধানীর মিরপুরের কালশীতে ট্রাফিক পুলিশের দুটি বক্সে আগুন দেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে বলে জানিয়েছেন ডিএমপির মিরপুর বিভাগের ডিসি জসিম উদ্দিন মোল্লা।

তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

রবিবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জসিম উদ্দিন বলেন, ‘যারা আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়েছে, পুলিশের ওপর হামলা করেছে, পুলিশের গাড়ি ভাঙচুর করেছে, ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়েছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রচলিত আইন বিধি বিধান অনুযায়ী অপরাধীরা তাদের প্রাপ্য শাস্তি অবশ্যই পাবে।’

জসীম উদ্দিন আরও বলেন, ‘হাইকোর্টের একটি নির্দেশ আছে ব্যাটারি চালিত রিক্সা চলবে না। হাইকোর্টের নির্দেশনা পুলিশ পালন করছিল। পাশাপাশি এই ধরনের রিক্সা বন্ধের ব্যবস্থা করেছিল, এ কারণে ব্যাটারি চালিত রিক্সার চালক ও তাদের ইন্ধনদাতারা রাস্তায় চলে আসে। এতে তাদের অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে। তারা রাস্তায় এসে অবস্থান নেয় এবং আমরা তাদের সকাল থেকে বোঝানোর চেষ্টা করেছি রাস্তা ছাড়ার জন্য।’

ডিসি বলেন, ‘আপনারা জানেন কালশী এলাকায় দুটি ট্রাফিক বক্সে আগুন দেওয়া হয়েছে। তারা পুলিশকে আহত করেছে। এসব দুষ্কৃতিকারী এবং অশান্তি সৃষ্টিকারী ব্যক্তির জন্য শান্তিপ্রিয় মিরপুরবাসী অশান্তিতে থাকতে পারে না। তারা আমাদের লোকজনের ওপর হামলা করেছে। মিরপুরের শান্তি রক্ষায় যতটুক আইন প্রয়োগ করা দরকার আমরা ততটুকু করেছি।’

দুপুরের পরিস্থিতি তুলে ধরে তিনি আরও বলেন, ‘দুপুরে আড়াইটার দিকে এমপি সাহেব ইলিয়াস মোল্লা ঘটনাস্থলে আসেন এবং তাদের সঙ্গে কথা বললেন। হাইকোর্টের রায় সবাইকে মানতে হবে এবং আন্দোলনকারীদের বোঝান। আইনের প্রতি সবাইকে শ্রদ্ধা থাকতেও বলেন পাশাপাশি তিনি তাদের আগামী দুইদিন খাওয়াবেন বলেও আশ্বস্ত করেন। পরে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে বোঝালে বিক্ষুদ্ধরা রাস্তা ছেড়ে দেয়। কিন্তু এরইমধ্যে কিছু উস্কানীদাতা যারা দুষ্কৃতিকারীদের পক্ষে অবস্থান নিয়ে থাকে সাধারণত; তারা গাড়ি ভাঙচুর শুরু করে। তারা আক্রমণ করায় অনাকাঙ্খিত ঘটনা ঘটে।

(ঢাকাটাইমস/১৯মে/এসএস/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

সাবেক সচিব আমিনুল ইসলাম গ্রেপ্তার 

সাবেক এমপি আসাদুজ্জামান আসাদ গ্রেপ্তার

পল্লবীতে ইমন হত্যা: আ.লীগ-যুবলীগের আরও দুই নেতা গ্রেপ্তার

পল্লবীতে ২৪ লিটার চোলাই মদসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার

বাইক চালাতে পারেন না তবুও সাথে হেলমেট রাখতেন শুভ্র! গ্রেপ্তারের পর বেরোলো রহস্য

তারেক রহমানের নির্দেশে আমরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছি: অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

উত্তরা পশ্চিম থানা আ.লীগ সভাপতি অ্যাড. মনোয়ার গ্রেপ্তার

যশোর জেলা আ.লীগের সভাপতি মিলন গ্রেপ্তার

হোটেলে স্বামীকে পৈশাচিকভাবে হত্যা করে পালায় স্ত্রী, মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

ট্যাগিংয়ের রাজনীতি এখনো চলছে: তরুণ লেখক ফোরাম

এই বিভাগের সব খবর

শিরোনাম :