কাঁচা মরিচের বাজারে আগুন, ১০ দিনের ব্যবধানে দাম বেড়েছে দ্বিগুণ

আমিরুল ইসলাম ফরহাদ, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২৪, ২১:১৪| আপডেট : ১৯ মে ২০২৪, ২১:৩২
অ- অ+

হঠাৎ করে কাঁচা মরিচের দাম বেড়েই চলছে। রবিবার আরও এক দফা বেড়েছে কাঁচা মরিচের দাম। ১০ দিনের ব্যবধানে এই পণ্যের দাম দ্বিগুণ হয়ে প্রতি কেজি ২০০ টাকা ছাড়িয়েছে।

সরেজমিনে রাজধানীর কারওয়ান বাজার ও মতিঝিল ঘুরে ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে দাম বৃদ্ধির তথ্য পাওয়া গেছে।

কারওয়ান বাজারে কাঁচা মরিচ কিনতে আসা বেসরকারি চাকরিজীবী রাসেল মিয়া ঢাকা টাইমসকে বলেন, ‘আমি গত সপ্তাহে যে কাঁচা মরিচ কিনেছি কেজি ১০০ টাকা দিয়ে সেটা এখন বিক্রি হচ্ছে ২০০ টাকা। প্রত্যেকটা জিনিসের দাম এভাবে বৃদ্ধি পেলে আমরা সাধারণ মানুষ কী খেয়ে বাঁচব।’

বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা মোফাজ্জল হোসেন ঢাকা টাইমসকে বলেন, ‘আমি মতিঝিল দিলখুশার পিপলস ভবনের সামনে থেকে কাঁচাবাজার করি। কিছু দিন আগেও ৫০ টাকা দিয়ে এক কেজি কাঁচা মরিচ কিনেছি। গত পাঁচদিন আগেও ১০০ টাকায় কাঁচামরিচ কিনেছি, কিন্তু আজ বাজারে গিয়ে দেখি কেজি ২০০ টাকা। এখন কী আর করার! কিনতে তো হবে।

বৃষ্টির কারণে মরিচের সরবরাহ কমেছে বলে দাবি ব্যবসায়ীদের

কারওয়ান বাজারের পাইকারি কাঁচামরিচ বিক্রেতা নজরুল ইসলামের দোকানে কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে ১৬০ টাকা।

ঢাকা টাইমসকে তিনি বলেন, ‘বৃষ্টির কারণে সরবরাহ কম থাকায় কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়াও বৃষ্টির পর রোদে মরিচ গাছ মারা গেছে ও মরিচ পচে গেছে, তাই দাম বেড়েছে।’

বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি মো. ইমরান মাস্টার বলেন, ‘বৃষ্টির করণে মরিচ গাছের ফুল ঝরে গেছে এবং বৃষ্টির পর রোদে গাছ মারা গেছে, তাই সরবরাহ কমায় দাম বৃদ্ধি পেয়েছে।’

তিনি বলেন, ‘বাজার আরও বেড়ে যাওয়ার আগেই আমদানির উদ্যোগ নিতে হবে। কারণ এই সময়ে দেশে কাঁচা মরিচের উৎপাদন কম থাকে।’

উল্লেখ্য, গত বছর কোরবানির সময়ে ঢাকায় কাঁচা মরিচের কেজি ৭০০ টাকা পর্যন্ত উঠেছিল। তখন দাম নিয়ন্ত্রণে সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছিল।

(ঢাকাটাইমস/১৯মে/এএফ/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা