পর্নোগ্রাফি সাইটে ১২ বছর বয়সি জাহ্নবীর ছবি! অতঃপর…

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২৪, ১৩:২৩| আপডেট : ১৯ মে ২০২৪, ১৩:৩৫
অ- অ+

বিভিন্ন পর্ন সাইটে প্রায়ই অভিনেত্রীদের ছবি দেখতে পাওয়া যায়। অনুমতির তোয়াক্কা না করেই বিভিন্ন ইন্ডাস্ট্রির অভিনেত্রীদের ছবি সেসব সাইটে সেঁটে দেওয়া হয়, যা নিয়ে বিব্রত হন অনেকেই। মাত্র ১২ বছর বয়সে একই বাজে অভিজ্ঞতা হয়েছিল বলিউডের এ প্রজন্মের নায়িকা জাহ্নবী কাপুরের।

এই অভিনেত্রীকে বলিউডের প্রয়াত সুপারস্টার নায়িকা শ্রীদেবীর বড় মেয়ে হিসেবেই বেশি চেনে তার দেশ ভারতসহ বাংলাদেশের মানুষ। সেই জাহ্নবী সম্প্রতি নির্মাতা ও প্রযোজক করণ জোহরের শো-তে গিয়ে জানিয়েছেন তার কিশোরী বয়সের সেই খারাপ অভিজ্ঞতার কথা।

করণ জোহরের ধর্ম প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে শেয়ার করা একটি ভিডিওতে জাহ্নবী বলেন, ‘বয়োসন্ধিকালে আমি আমার মা-বাবার সঙ্গে একটি কনফারেন্সে গিয়েছিলাম। অনলাইন ইনস্টাগ্রাম এবং সোশ্যাল মিডিয়া সবে ব্যবহার শুরু করেছি। তখন আমি একটি ওয়েবসাইটে আমার একটি ছবি পাই, যা দেখতে একটি পর্ন সাইটের মতো। আমার স্কুলের ছেলেরা সেটির দিকে তাকিয়ে হাসছিল।’

করণ জোহরের প্রশ্নের জবাবে জাহ্নবী বলেন, ‘আমার মনে হয় এটিও এমন একটি বিষয়, যার সঙ্গে আমি দীর্ঘ সময় ধরে লড়ে চলেছি। আমার মনে হয়, ১২-১৩ বছর বয়সে প্রথমবার আমি অনুভব করেছিলাম মিডিয়া আমাকে কামুক দৃষ্টিতে দেখছে।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি আমি যেখান থেকে (শ্রীদেবী-বনি কাপুরের মেয়ে হিসাবে) এসেছি সে সম্পর্কে আমি ক্ষমাপ্রার্থী এবং আমাকে এটি কাটিয়ে উঠতে হবে। আমি নিশ্চিত যে অন্যরা (স্টারকিডরা) এটিকে আরও ভিন্ন অর্থে মোকাবিলা করে।’

শ্রীদেবীকন্যা জাহ্নবীকে আগামীতে দেখা যাবে স্পোর্টস ড্রামা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’-তে। সেখানে তিনি প্রথমবারের মতো জুটি বেঁধেছেন অভিনেতা রাজকুমার রাওয়ের সঙ্গে। ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমাটি দিয়ে তার বলিউড যাত্রা শুরু হয়েছিল।

(ঢাকাটাইমস/১৯মে/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা