সোলাসের নতুন অফার লঞ্চিং করলেন চিত্রনায়িকা ববি

দেশের জনপ্রিয় গ্যাস স্টোভ কোম্পানি সোলাসের নতুন অফার লঞ্চিং প্রোগ্রাম- ২০২৪ এর উদ্বোধন করলেন ঢাকাই চলচ্চিত্র জনপ্রিয় চিত্রনায়িকা ববি। সঙ্গে ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মুকিত জাকারিয়া।
এই বিশেষ অফারে থাকছে সর্বোচ্চ মূল্যছাড়সহ নেপাল ও থাইল্যান্ডে ভ্রমণের সুযোগ। গত ১৬ মে রাজধারীর ক্রাউন প্লাজায় অফার লঞ্চিং সিরিমনি অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোলাস গ্যাস স্টোভের চেয়ারম্যান খন্দকার সফিউদ্দিন ও পরিচালক তানজীব রুবাইয়াত সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় চিত্রনায়িকা ববি বলেন, ‘আমি ‘সোলাস’র পণ্য দেখেছি, তাদের পণ্যের ডিজাইন ও ফিচারে নতুনত্ব নিয়ে আছে। আমি নিজেও এখন সোলাসের পণ্য ব্যবহার করি, আমার কাছে বেশ ভালো লেগেছে। ‘সোলাস’ অনেক দূর এগিয়ে যাবে আমার বিশ্বাস। আমি আমার দর্শক-ভক্তদের বলবো, ‘সোলাস’র পণ্য ব্যবহার করতে।’
এবার ‘সোলাস’ গ্যাস স্টোভ কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে যুক্ত হয়েছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মুকিত জাকারিয়া।
তিনি বলেন, ‘সোলাস’ গ্যাস স্টোভের সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই আনন্দিত। কারণ তাদের প্রোডাক্টের গুণগত মান খুবই ভালো। 'সোলাস' এর পণ্য দেখে আমি মুগ্ধ। আশা করি, আমাদের জার্নিটা ভালো হবে। আমি সবাইকে অনুরোধ করবো ‘সোলাস'র পণ্য ব্যবহার করতে; আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগবে।’
সোলাসের নতুন অফার লঞ্চিং প্রোগ্রাম উপলক্ষে সারাদেশ থেকে ডিস্ট্রিবিউটররা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরে তাদেরকে প্রোডাক্টের গুণগত মান এবং ব্যবসায় সম্প্রসারণের পরিকল্পনা সম্পর্কে জানান সোলাস গ্যাস স্টোভ কোম্পানির বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান লাবু খান। এই অনুষ্ঠানে উপস্থাপনা করেন আর্শিয়া আলম।
(ঢাকাটাইমস/২০মে/এজে)

মন্তব্য করুন