ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ অনেকে

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২৪, ১৯:৫৯| আপডেট : ২০ মে ২০২৪, ০৯:৩২
অ- অ+

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সঙ্গীদের বহনকারী একটি হেলিকপ্টার দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মাটিতে আছড়ে পড়েছে। ঘটনার পর থেকে ইব্রাহিম রাইসিসহ কয়েকজন নিখোঁজ রয়েছেন। তারা বেঁচে আছেন নাকি মারা গেছেন তা নিশ্চিত নয়।

রবিবার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের উত্তর-পশ্চিমে জোলফা এলাকায় এই ঘটনা বলে খবর দিয়েছে দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পূর্ব আজারবাইজানের খোদা আফারিন অঞ্চলে একটি বাঁধ উদ্বোধনের পর ফিরে আসার সময় এই দুর্ঘটনা ঘটে। প্রতিবেশী দেশ আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে সীমান্ত এলাকায় যৌথভাবে একটি বাঁধ উদ্বোধন করতে গিয়েছিলেন রাইসি।

খবরে আরও বলা হয়, রাষ্ট্রপতির সফরসঙ্গীরা কমান্ড সেন্টারের সঙ্গে যোগাযোগ করে প্রেসিডেন্টের বেঁচে থাকার আশাবাদ ব্যক্ত করেছেন।

সফরে তিনটি হেলিকপ্টার ছিল। বেশ কয়েকজন মন্ত্রী ও কর্মকর্তাকে বহনকারী দুটি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করে। আর প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার ক্র্যাশ ল্যান্ডিং করে। এটিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং তাবরিজের জুমার নামাজের নেতা আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আল-ই-হাশেমও ছিলেন।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্ধারকারী দল, সামরিক বাহিনী এবং পুলিশ হেলিকপ্টারটিকে খুঁজে বের করতে তল্লাশি শুরু করেছে।

স্থানীয় লোকজন বলছেন, এলাকায় কুয়াশাচ্ছন্ন থাকায় পরিস্থিতি অস্পষ্ট।

টেলিফোনে রাষ্ট্রীয় টিভির সঙ্গে কথা বলার সময় স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদি বলেছেন, জোলফা থেকে ফিরে আসা রাষ্ট্রপতির কনভয়ের একটি হেলিকপ্টার ক্র্যাশ ল্যান্ডিং করেছে।

মন্ত্রী বলেন, কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় এলাকায় উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। (ঢাকাটাইমস/১৯মে/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইইউবিএটিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
হত্যা মামলায় সাতক্ষীরার দৈনিক সাতনদীর সম্পাদক কারাগারে
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ: স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে সারাদেশে আন্দোলন: রাশেদ খাঁন 
ববি উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষকদের সংহতি ও বিক্ষোভ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা