গেইল হতাশ, ডি ভিলিয়ার্সে নির্ভর করছেন না মুডি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১৯:৩৭ | প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০১৯, ১৯:৩৪

রংপুর রাইডার্স দলে তারকা খেলোয়াড় ভরা। গেইল, হেলস, রুশো, বোপারার পর এবার দলটি বিদেশি শক্তির তালিকায় যুক্ত হয়েছেন এবি ডি ভিলিয়ার্স। বৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। এতো তারকা খেলোয়াড় থাকার পরও আশানুরূপ সাফল্য পাচ্ছে না মাশরাফি বিন মর্তুজার দল। এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে মাত্র দুইটিতে জিতেছে তারা। এমন অবস্থার পর দলটির কোচ টম মুডি জানিয়েছেন, তারা একক কোনো খেলোয়াড়ের উপর নির্ভর করতে চান না। সম্মিলিতভাবে ভালো খেলে জয় পেতে চান তারা।

টম মুডি বলেছেন, ‘টুর্নামেন্টে আমরা আমাদের অবস্থান সম্পর্কে সচেতন আছি। আমরা মাত্র দুইটি ম্যাচ জিতেছি। কিন্তু টুর্নামেন্টে এখনো অনেক পথ বাকি। শেষ চারে থাকার জন্য প্রতিটি দল লড়াই করবে। এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। ব্যাটিংয়ে আমাদের অনেক উন্নতি করতে হবে। রাইলি রুশো অসাধারণ ব্যাটিং করছে। সম্ভবত সে টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান। আমি নিশ্চিত, সে এটা ধরে রাখবে। কিন্তু আমাদের টপ অর্ডারে অন্য ব্যাটসম্যানদেরও জ¦লে উঠতে হবে, রান করতে হবে। খেলোয়াড়রাও বিষয়টি জানে। বোলিংয়ে আমরা খুব ভালো করছি। ঢাকায় আমরা দুইটি ক্লোজ ম্যাচ হেরেছি। এই ম্যাচে আমাদের জেতা উচিৎ ছিল।’

এবি ডি ভিলিয়ার্সকে নিয়ে তিনি বলেন, ‘এবি ডি ভিলিয়ার্স দলের সঙ্গে যুক্ত হওয়াতে অবশ্যই দলের শক্তি বাড়বে। ড্রেসিংরুমে তার উপস্থিতি অন্যদের অনুপ্রাণিত করবে। সে যেকোনো দলে গেলে এমনটি হবে। কিন্তু সে একাই দলের চেহারাটা পাল্টে দেবে এমনটা ভাবা আমাদের জন্য বোকামি হবে। আমরা সবাই তার শক্তি সম্পর্কে জানি। কিন্তু দলের অন্যসব খেলোয়াড়কেও পরিশ্রম করতে হবে, ভালো খেলতে হবে। ক্রিকেট হচ্ছে টিম গেম। দলে কেউ একা বড় পরিবর্তন আনতে পারে না। আমরা এবিকে স্বাগত জানাই। আমরা জানি, সে বিশ^মানের খেলোয়াড়। কারো একার উপর নির্ভর করলে চলবে না। সবাইকে সেরাটা দিতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই ভালো করতে হবে।’

রংপুর রাইডার্সের ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল এখন পর্যন্ত সন্তোষজনক পারফরম্যান্স করতে পারেননি। তিনি এখন পর্যন্ত যে চারটি ম্যাচ খেলেছেন তাতে তার স্কোর যথাক্রমে ১, ৮, ২৩ ও ৭। গেইলকে নিয়ে মুডি বলেন, ‘আমি নিশ্চিত ক্রিস হতাশ। টি-টোয়েন্টিতে ক্রিসের অসংখ্য রেকর্ড রয়েছে। যেখানে অন্যরা তার ধারে কাছেও নেই। সে একজন গর্বিত মানুষ। আমরা জানি, তার মতো একজন খেলোয়াড় যেকোনো সময় জ¦লে উঠতে পারে। ক্রিস একবার রানে ফিরলে সে ম্যাচ নিজের করে নিবে।’

বিপিএলে এবারের আসরে রংপুরের রাইলি রুশো এখন পর্যন্ত সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যান। ছয় ম্যাচে তার রান সংখ্যা ২৮৮। রুশোকে নিয়ে মুডি বলেছেন, ‘রুশো নিয়মিত রান পাচ্ছে। আমরা শুধু তার উপর নির্ভর করতে পারি না। টপ অর্ডারে সম্মিলিতভাবে সবাইকে দায়িত্ব নিতে হবে। সিলেটের বিপক্ষে আমাদের ১৮০ রান চেজ করে জেতা উচিৎ ছিল। এটা জেতার মতো স্কোর ছিল। উইকেট ব্যাটিং সহায়ক ছিল। আমার মনে হয়, সিলেট আরো ১৫-২০ রান কম করেছিল। ১১ রানে তিন উইকেট হারানো এবং হেলস, গেইলের মতো ব্যাটসম্যানরা প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর এই রান তাড়া করা আপনার জন্য কঠিন।’

দলের শক্তির জায়গা নিয়ে রংপুরের কোচ বলেছেন, ‘আমি মনে করি, বোলিংই আমাদের আসল শক্তি। আমাদের ডুবিয়েছে ব্যাটিং।’

মুডি বলেন, ‘আমরা দলে ভালো দুজন স্পিনার গাজী ও অপুকে পেয়েছি। আমরা যদি একজন লেগস্পিনার খেলাতে চাই তাহলে সে প্রস্তুত আছে। অনুশীলনে সে আমাদের মুগ্ধ করেছে। ওয়ার্নারের ডানহাতি ব্যাটিং দেখে আমি অবাক হইনি। কারণ, এর আগেও আমি তাকে অনেকবার ডানহাতি ব্যাটিং করতে দেখেছি। তার সঙ্গে বেশ কয়েক বছর আমি কাজ করেছি। এমনটি করতে হলে আগে থেকে অনুশীলন থাকা দরকার।’

(ঢাকাটাইমস/১৭ জানুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :