প্রিমিয়ার লিগে লিভারপুল-আর্সেনাল-ম্যানইউর জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ১৬:০৬ | প্রকাশিত : ২০ জানুয়ারি ২০১৯, ১৩:১৬

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে গতকাল শনিবার সাত গোলের ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ৪-৩ গোলে হারিয়েছে লিভারপুল। ২৩ ম্যাচে লিভারপুলের এটি ১৯তম জয়। ৬০ পয়েন্ট নিয়ে এখন তারা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। ২৩ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৪তম অবস্থানে আছে ক্রিস্টাল প্যালেস।

অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে এদিন প্রথমে এগিয়ে যায় ক্রিস্টাল প্যালেস। ৩৪তম মিনিটে গোলটি করে আন্দ্রোস টাউনসেন্ড। এই ব্যবধান ধরে রেখেই তারা বিরতিতে যায়। বিরতির পর ৪৬তম মিনিটে মোহাম্মদ সালাহর গোলে ম্যাচে সমতা আনে লিভারপুল। ৫৩তম মিনিটে রবার্তো ফিরমিনোর গোলে ২-১ গোলে লিড নেয় তারা। তবে ৬৫তম মিনিটে জেমস তোমকিন্সের গোলে ২-২ সমতা আনে ক্রিস্টাল প্যালেস।

৭৫তম মিনিটে সালাহর গোলে লিভারপুল ৩-২ লিড নেয়। ৮৯তম মিনিটে জেমস মিনার লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় লিভারপুল দশজনের দলে পরিণত হয়। তবুও অতিরিক্ত সময়ে (৯০+৩) মিনিটে সাদিও মানের গোলে ৪-২ গোলে এগিয়ে যায় লিভারপুল। (৯০+৫) মিনিটে গোলের দেখা পায় ক্রিস্টাল প্যালেস। গোলটি করেন ম্যাক্স মেয়ার। বাকি সময়ে কোনো গোল না হওয়ায় ৪-৩ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

অন্য ম্যাচে চেলসিকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। ম্যাচে আর্সেনালের দুইটি গোলের মধ্যে আলেক্সান্দ্রে লাকাজেত্তে ১টি ও লরেন্ট কোসিয়েন্টলি ১টি করে গোল করেন। ২৩ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে আছে আর্সেনাল। ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে আছে চেলসি।

অপর ম্যাচে ব্রাইটনকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে ২৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যানইউকে ১-০ গোলে এগিয়ে দেন পল পগবা। ৪২তম মিনিটে মার্কাস রাশফোর্ডের গোলে ২-০ ব্যবধানে লিড নেয় তারা। ৭২তম মিনিটে প্যাসকালের গোলে ব্যবধান কমায় ব্রাইটন। বাকি সময়ে কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ। ২৩ ম্যাচ খেলে ৪৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এখন ষষ্ঠ অবস্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান সংখ্যক ম্যাচ খেলে ২৬ পয়েন্ট নিয়ে ১৩তম অবস্থানে আছে ব্রাইটন।

এদিকে লেস্টার সিটির বিপক্ষে ৪-৩ গোলে জয় পেয়েছে উলভস। ওয়াটফোর্ড ও বার্নলির মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। কার্ডিফ সিটিকে ৩-০ গোলে হারিয়েছে নিউক্যাসল। ওয়েস্ট হ্যামকে ২-০ গোলে হারিয়েছে বার্নাম্যু। এভারটনকে ২-১ গোলে হারিয়েছে সাউদাম্পটন।

(ঢাকাটাইমস/২০ জানুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩৭ রানে থামল কানাডা

টস জিতে কানাডার বিপক্ষে ফিল্ডিংয়ে আয়ারল্যান্ড

বিশ্বকাপে খেলতে নামলেই ইতিহাস গড়বেন সাকিব, যা বললেন আইসিসিকে

হারিস রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ

বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বৈরথের আগে আলোচনায় নাগিন ডান্স-টাইমড আউট

আনন্দঘন পরিবেশে ‘জয় বাংলা ম্যারাথন-২০২৪’ অনুষ্ঠিত, সেরা হলেন যারা

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের

বিশ্বকাপে প্রথম অঘটন: সুপার ওভারে পাকিস্তানকে হারাল যুক্তরাষ্ট্র

শ্বাসরুদ্ধকার ম্যাচে সুপার ওভারে গড়াল পাকিস্তান-যুক্তরাষ্ট্র ম্যাচ

শুরুর ধাক্কা কাটিয়ে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল পাকিস্তান

এই বিভাগের সব খবর

শিরোনাম :