শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের

জমে ওঠেছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের মাঠের লড়াই। অন্য দলগুলো তাদের বিশ্বকাপ মিশন শুরু করলেও বাংলাদেশ তাদের বিশ্বকাপ শুরু করবে শনিবার ( ৮ জুন), যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। নড়বড়ে ব্যাটিং লাইনআপ হলেও ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করতে মরিয়া টাইগাররা। মাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে।
সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হারের পর প্রস্তুতি ম্যাচেও ভারতের কাছে বড় ব্যবধানে হারে নাজমুল শান্তর দল। যার ফলে বিশ্বকাপের আগে ব্যাকফুটেই রয়েছে টাইগাররা। তবে সেসব কিছুকে পেছনে ফেলে জয় পেতে মরিয়া তারা।
শ্রীলঙ্কা প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে উড়ে গেছে। সে কারণে এবার তারা জিততে মরিয়া হয়েই মাঠে নামবে। কারণ বাংলাদেশের কাছে হেরে গেলে সুপার এইটে ওঠার সম্ভাবনা ক্ষীণ হয়ে যাবে। তাই যেভাবেই হোক জিততে চাইবে তারা।
লঙ্কানরা অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সবার আগে যুক্তরাষ্ট্রে এসেছে। কিন্তু সুযোগ-সুবিধার ঘাটতি, বৈরী প্রকৃতির কারণে মাঠের বেহাল অবস্থায় ঠিকভাবে অনুশীলন করতে পারেনি।আগেভাগে এসেও যুক্তরাষ্ট্রের মাঠগুলোর সঙ্গে তারা মানিয়ে উঠতে পারেনি, সেটি প্রোটিয়াদের কাছে চরম ব্যাটিং বিপর্যয়েই বোঝা গেছে। আহত সিংহেরা তাই এবার টাইগারদের পরাস্ত করতে ঝাঁপিয়ে পড়বে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে। বোলাররা এই বিশ্বকাপে তুলনামূলকভাবে এখন পর্যন্ত ভালো করছেন। শ্রীলঙ্কার বোলাররাও ভলো করেছেন। তাই বাংলাদেশের ব্যর্থ ব্যাটিং লাইনআপের জন্য বেশ চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
মিডলঅর্ডারে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ ও তরুণ তাওহিদ হৃদয় বড় ভরসা। এর পাশাপাশি ব্যাটে-বলে সাকিব আল হাসানের জ্বলে ওঠা অপরিহার্য হয়ে উঠেছে।
তার সঙ্গে অলরাউন্ড র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলের লড়াই চলছে ওয়ানিন্দু হাসারাঙ্গার। দুদলই এ দুই তারকার ওপর অনেক নির্ভরশীল। সেই সঙ্গে মাথিশা পাথিরানা-মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ-দুশমন্ত চামিরার মধ্যে লড়াই হবে। এছাড়া নুয়ান থুসারা, দিলশান মাদুশঙ্কা, মাহিশ থিকশানা, দুনিথ ভেল্লালাগেরা আছেন বাংলাদেশের ব্যাটিং বিভাগকে চ্যালেঞ্জে ফেলার জন্য। আর ব্যাটিংয়ে পাথুম নিশঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমারা বেশ ভালো অবস্থায় আছেন। বাংলাদেশের অধিকাংশ বোলারই শেষদিকের ওভারগুলোয় খেই হারিয়ে ফেলেন। প্রথম স্পেলে দুর্দান্ত করার পরেও দেখা যায় শেষদিকে অনেক রান দিয়ে প্রতিপক্ষের জয় ঠেকাতে ব্যর্থ হন। তাই বড় পরীক্ষায় পড়তে হবে বাংলাদেশকে। ৩ পেসার নিয়েই নামার সম্ভাবনা বাংলাদেশের সেক্ষেত্রে তাসকিন-মুস্তাফিজের সঙ্গী হবেন তানজিম হাসান সাকিব।
গত মার্চেই দুদল মুখোমুখি হয়েছে। ঘরের মাটিতে শ্রীলঙ্কার কাছে টি২০ সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এখন সেই দলটি আরও বিপর্যস্ত সাম্প্রতিক পারফর্ম্যান্সে। তাই শেষদিকে অনুশীলনে কঠোর পরিশ্রম করছেন শান্তরা। বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই হয়েছে মাত্র দুইবার। দুবারই হেরেছে বাংলাদেশ। ২০০৭ বিশ্বকাপে ৬৪ রানে এবং ২০২১ আসরে ৫ উইকেটে জয় পায় শ্রীলঙ্কা। এবারও সেই পুনরাবৃত্তির লক্ষ্যে নামবে তারা। সবমিলিয়ে দুই দলের ১৬ মোকাবিলায় মাত্র ৫ জয় বাংলাদেশের, ১১টিতেই হেরেছে।
কিন্তু এবার ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপ জয়ে শুরু করতে চান শান্তরা। হেরে গেলে টানা ব্যর্থতায় পর্যবসিত বাংলাদেশের জন্য কঠিন হয়ে যাবে গ্রুপ পর্বে পরবর্তী তিনটি লড়াইয়ে ভালো করা। ‘ডি’ গ্রুপে বাংলাদেশ দলের বাকি তিন প্রতিপক্ষ ভয়ংকর নেদারল্যান্ডস, নেপাল ছাড়াও আছে শক্তিশালী দক্ষিণ আফ্রিকা।
(ঢাকাটাইমস/০৭ জুন/এনবিডব্লিউ)

মন্তব্য করুন