নান্দাইলে স্থগিত দুই ইউপিতে ভোট ২৮ ফেব্রুয়ারি

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৩
অ- অ+

ময়মনসিংহে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সীমানা জটিলতায় স্থগিত হওয়া নান্দাইল উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের ভোট ২৮ ফেব্রুয়ারি। এ লক্ষ্যে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরব।

তবে এক স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলারও অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগের অনুলিপি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে দিয়েছেন চরবেতাগৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ফরিদ উদ্দিন। এর আগে নান্দাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মাহাবুবুল হকের কাছে এ অভিযোগ করেন তিনি।

অভিযোগে চরবেতাগৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী ফরিদ উদ্দিন জানান, স্থানীয় বাবুল, মোস্তফা, সুহেল, রাকিব ও ছালাম আমার পোস্টার ছিঁড়ে ফেলে কর্মী-সমর্থকদের হুমকি দিচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তা মাহাবুবুল হক বলেন, অভিযোগ পেয়েছি। ভোটের দিনের পূর্ব পর্যন্ত নির্বাচনী মাঠের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে দুইজন ম্যাজিস্ট্রেট নিয়োগ হয়েছে। মঙ্গলবার তারা এ অভিযোগসহ অন্যান্য অভিযোগগুলো সরেজমিনে খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীপুরে পিস্তল ঠেকিয়ে স্কুলছাত্র অপহরণে অভিযুক্ত কাউসার গ্রেপ্তার
বন্দরের কার্যক্রম পরিদর্শনে নৌপ্রধান, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির নির্দেশনা
ভালুকায় ইকোপার্কের গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার
দেশে আসছে নতুন সুপারম্যান, সঙ্গে জ্যাকি চ্যানের সিনেমা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা