এমপি হওয়ায় টাঙ্গাইল প্রেস ক্লাবের দুই সদস্যকে সংবর্ধনা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ মার্চ ২০১৯, ২১:২২
অ- অ+

জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় টাঙ্গাইল প্রেস ক্লাবের দুই সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জহের এবং আলহাজ¦ ছানোয়ার হোসেনকে সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল জজকোর্টেও পিপি অ্যাডভোকেট এস আকবর খান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মাওলা, প্রথম আলো প্রতিনিধি কামনাশীষ শেখর প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই নবনির্বাচিত সংসদ সদস্য ছানোয়ার হোসেন এবং জোয়াহেরুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে অনুষ্ঠান শেষে টাঙ্গাইল প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণে লটারি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সংবর্ধনা অনুষ্ঠানে টাঙ্গাইলের বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/০৯মার্চ/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল হক 
লাশ নিয়ে যাওয়ার পথে প্রাণ গেল দুজনের
ক্ষমতাকে নিজেদের করে রাখতে নির্বাচনকে পেছানোর পাঁয়তারা করছে একটি দল: নীরব
তিন ম্যাচ জিতে এশিয়া কাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা