২০ ঘণ্টা পর সিলেটের পথে চলল ট্রেন

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জুন ২০১৯, ২১:১২| আপডেট : ২৪ জুন ২০১৯, ২১:১৬
অ- অ+
কুলাউড়ায় দুর্ঘটনা কবলিত ট্রেন

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছে।

রবিবার রাত পৌনে ১২টায় কুলাউড়ায় সিলেট থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস একটি সেতুতে লাইনচ্যুত হওয়ার পর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রেললাইন মেরামতের কাজ সোমবার সন্ধ্যায় শেষ হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেটের সঙ্গে রেল যোগাযোগ শুরু হয়।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছ গণমাধ্যমকে জানিয়েছেন, দুটি ক্রেনের সাহায্যে দুর্ঘটনাকবলিত পাঁচটি বগি সরানো হয়। রেললাইন মেরামতের কাজ শেষ হয়েছে সন্ধ্যা ৭টার দিকে। সাড়ে ৭টায় ট্রেন চলাচলের জন্য রেল লাইনটি খুলে দেওয়া হয়।

এদিকে, সিলেট রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, কুলাউড়ায় রেললাইন মেরামতের কাজ শেষে প্রথমে (সন্ধ্যা ৭টা ২০ মিনিট) ট্রেন চলাচলের ট্রায়াল চলে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হযেছে।

সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস কুলাউড়ার বরমচাল স্টেশনের পাশে একটি কালভার্ট ভেঙে রবিবার রাত পৌনে ১২টায় দুর্ঘটনায় পড়ে। রেললাইন থেকে ছিটকে পড়ে কয়েকটি বগি। এতে চারজন যাত্রী নিহত এবং শতাধিক যাত্রী আহত হন।

(ঢাকাটাইমস/২৪জুন/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা