ভারত-নিউজিল্যান্ড ম্যাচের বাকি অংশ বুধবার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২৩:৪১ | প্রকাশিত : ০৯ জুলাই ২০১৯, ২৩:৩১

বিশ্বকাপে মঙ্গলবার ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম সেমিফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে সমাপ্ত হয়নি। নিউজিল্যান্ড টস জিতে ব্যাট করতে নামে। ৪৬.১ ওভার খেলা হওয়ার পর বৃষ্টি নামে। বাংলাদেশ সময় রাত ১১টা ৩৫ মিনিট ছিল খেলা শুরু করার সর্বশেষ সময়। কিন্তু এই সময়ের মধ্যে খেলা শুরু করা সম্ভব হয়নি।

আইসিসি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের জন রিজার্ভ ডে রেখেছে। তাই নিয়মানুযায়ী বুধবার ম্যাচের বাকি অংশ অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। তবে, বুধবারও যদি খেলা মাঠে না গড়ায় তাহলে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকায় ফাইনালে উঠবে ভারত।

মঙ্গলবার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টস জিতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ৪৬.১ ওভারের মাথায় বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ব্ল্যাক ক্যাপসদের সংগ্রহ ৫ উইকেটে ২১১ রান।

নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে চতুর্থ ওভারে প্রথম উইকেট হারায়। বুমরাহর বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মার্টিন গাপটিল। ১৪ বলে এক রান করেন তিনি। ্এরপর দলকে কিছুটা টানেন আরেক ওপেনার হেনরি নিকোলস ও অধিনায়ক উইলিয়ামসন। দ্বিতীয় উইকেটে ৬৮ রান যোগ করে ব্যক্তিগত ২৮ রানে সাজঘরে ফেরেন নিকোলস। এরপর তৃতীয় উইকেটে উইলিয়ামসন ও রস টেইলরের অভিজ্ঞ জুটিতে ভর করে দারুণভাবে ম্যাচে ফেরে কিউইরা।

অর্ধশত রান পূর্ণ করে ব্যক্তিগত ৬৭ রানে আউট হন দলনায়ক। তবে ক্রিজে মজবুত রস টেইলর। অপরাজিত রয়েছেন ৬৭ রানে। সঙ্গী টম লাথাম অপরাজিত ৩ রানে। জিমি নিশাম ও কলিন ডি গ্র্যান্ডহোম করেন যথাক্রমে ১২ ও ১৬ রান।

ভারতের পাঁচ বোলারের সংগ্রহে ১টি করে উইকেট। যার মধ্যে সবচেয়ে কৃপণ বোলিং করেছেন বুমরাহ (৮-১-২৫-১)। ৮.১ ওভারে ৩০ রান দিয়ে আপাতত ১ উইকেট দুরন্ত ভুবনেশ্বরের ঝুলিতেও। ১০ ওভারে ৩৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন জাদেজাও। ১টি করে উইকেট পেলেও ১০ ওভারে যথাক্রমে ৫৫ ও ৬৩ রান খরচ করেছেন পান্ডিয়া ও চাহাল।

(ঢাকাটাইমস/৯ জুলাই/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বিশ্বকাপ স্কোয়াডে সাইফউদ্দিনকে না রাখায় অবাক হয়েছি: কোচ নাজমুল আবেদীন

বিশ্বকাপে সহ-অধিনায়ক হিসেবে যাচ্ছেন তাসকিন আহমেদ 

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা: থাকছেন তাসকিন বাদ সাইফউদ্দিন 

কোচ নাজমুল আবেদীন ফাহিমকে নিয়ে সাকিবের একাকী অনুশীলন

বিশ্বকাপের দল ঘোষণা আজ, থাকছেন তাসকিন?

আইকন হিসেবে মোস্তাফিজকে দলে ভেড়ালো ডাম্বুলা থান্ডার্স

তারকা ক্রিকেটারদের ছাড়াই নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

৪০০ কোটি আয়, তবুও টিম মালিক কেন খেলোয়াড়ের প্রতি ক্ষুব্ধ, প্রশ্ন শেবাগের

উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবাকে টপকে বিশ্বরেকর্ড বাবর আজমের

বিশ্বকাপের দল ঘোষণা কবে জানাল বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :