বরিশালে শিক্ষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

ব্যুরো প্রধান, বরিশাল
  প্রকাশিত : ২০ জুলাই ২০১৯, ২০:৩৫
অ- অ+

বরিশালের মুলাদীতে স্কুলশিক্ষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। উপজেলার সদর ইউনিয়নের চরলক্ষীপুর বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মির্জা নোমানের ওপর হামলার প্রতিবাদে শনিবার বেলা ১১টায় ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।

স্কুলশিক্ষক মির্জা নোমান বলেন, ‘চরলক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী নাজিম, শাওন, ইমন, রুমনসহ স্থানীয় কয়েকজন বখাটে দীর্ঘদিন ধরে ছাত্রীদের উত্ত্যক্ত, দেয়ালে আজেবাজে লেখা ও বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ করে আসছিল। তিনি ১৮ জুলাই ওই শিক্ষার্থীদের বিদ্যালয়ে শৃঙ্খলা মেনে চলার জন্য নির্দেশ দেন।’

এতে তারা ক্ষিপ্ত হয়ে ‘বখাটেদের লিডার’ স্থানীয় আইনুল হকের নেতৃত্বে ১০/১২ জন স্কুলশিক্ষক নোমান মির্জার বাড়িতে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন আহম্মেদ হামলার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ছাত্রী উত্ত্যক্ত ও বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের প্রতিবাদ করায় বখাটে শিক্ষার্থী ও স্থানীয়রা মির্জা নোমানের ওপর হামলা চালিয়েছে। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার হওয়া প্রয়োজন।’ মুলাদী থানার ওসি জিয়াউল আহসান জানান, স্কুলশিক্ষকের মামলার ভিত্তিতে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/২০জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীপুরে পিস্তল ঠেকিয়ে স্কুলছাত্র অপহরণে অভিযুক্ত কাউসার গ্রেপ্তার
বন্দরের কার্যক্রম পরিদর্শনে নৌপ্রধান, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির নির্দেশনা
ভালুকায় ইকোপার্কের গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার
দেশে আসছে নতুন সুপারম্যান, সঙ্গে জ্যাকি চ্যানের সিনেমা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা