ফেসবুকে যোগ হলো চাকমা ভাষা

ঢাকা টাইমস ডেস্ক
 | প্রকাশিত : ১৭ আগস্ট ২০১৯, ১১:৫৫

বাংলাদেশি ভাষা হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যোগ হয়েছে চাকমা ভাষা। দ্বিতীয় বাংলাদেশি ভাষা হিসেবে এটি যোগ করল ফেসবুক।

বিভূতি চাকমার সঙ্গে প্রায় এক দশক ধরে চাকমা ভাষা নিয়ে ডিজিটাল প্লাটফর্মে কাজ করা জ্যোতি চাকমা জানান, আনুমানিক ১০ থেকে ১৫ লাখ চাকমা ফেসবুক ব্যবহার করেন। তারা বাংলাদেশ, ভারত এবং বিশ্বের বিভিন্ন দেশের বাসিন্দা।

ফেসবুকের দেওয়া এ স্বীকৃতি চাকমা সম্প্রদায়ের জন্যে বেশ আনন্দের খবর বলে উচ্ছ্বাস প্রকাশ করেন জ্যোতি চাকমা। তিনি বলেন, ফেসবুক সাম্প্রতিক এই আপডেট আমাদের জানায়নি। আমরা নিজেরাই এটা দেখতে পাই। গুগল ট্রান্সলেটে চাকমা ভাষা যুক্ত করার ব্যাপারেও এখন আমরা কাজ করছি যাচ্ছি বলে জানান তিনি।

ঢাকা টাইমস/১৭আগস্ট/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :