শিবচরে বাসচাপায় আ.লীগ নেতা নিহত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৯, ১৭:৫৯| আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১৮:২৫
অ- অ+

মাদারীপুরের শিবচরে বাসাচাপায় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। নিহত বাবুল শিকদার উপজেলার বন্দরখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বন্দরখোলা ইউনিয়নের শিকদারকান্দি গ্রামের ওহাব শিকদারেরর ছেলে ছিলেন। নিহতের পরিবার বলছে, সোমবার দুপুর দেড়টার দিকে বাবুল শিকদার মোটরসাইকেলযোগে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যান। বিয়ে বাড়ির পাশে মোটরসাইকেলটি রেখে যখন রাস্তা পার হচ্ছিলেন, তখনই ঢাকা খুলনা মহাসড়কে বন্দরখোলা এলাকায় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামে একটি বাস তাকে চাপা দেয়। পরে আশপাশের লোকজন তাকে পাচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা ঘটনা শুনে দ্রুত বাসটি আটকের চেষ্টা চালাচ্ছি। লাশ এখন নিহতের বাড়িতে রয়েছে।’

(ঢাকাটাইমস/১৯আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা