‘কাজী জায়নুল ছিলেন আমাদের আদর্শের প্রতীক’

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৪
অ- অ+

‘প্রয়াত কাজী জায়নুল আবেদীন ছিলেন আমাদের আদর্শের প্রতীক। ব্যক্তিজীবনে তিনি একজন সফল শিক্ষক ও আওয়ামী লীগের নেতা ছিলেন। দলের দুঃসময়ে ফরিদপুরের আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে আগলে রেখেছেন। দলের মধ্যে দ্বিধাবিভক্ত হতে দেননি।’

সোমবার সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলের জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক কাজী জায়নুল আবেদীনের স্মরণ সভায় এসব কথা বলেন ফরিদপুর সদর আসনের সাংসদ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে প্রয়াত এই নেতার স্মরণ সভায় খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘কাজী জায়নুল আবেদীন শিক্ষকতাজীবনে সফল সংগঠক ছিলেন। তিনি শিক্ষকদের বিভিন্ন ন্যায্য দাবি আদায়ে সক্রিয় নেতৃত্ব দিয়েছেন। তার মতো আদর্শবাদ ব্যক্তিকে হারিয়ে ফরিদপুর আওয়ামী লীগ একজন দক্ষ সংগঠককে হারিয়েছে, যা পূরণ হওয়ার নয়।’

এসময় আরো বক্তব্য দেন- সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশারর্ফ আলী, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, জেলা যুবলীগের আহবায়ক এএইচএম ফোয়াদ প্রমুখ।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ীতে ৪৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ
নির্বাচনকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি পরিকল্পিত: বিএনপি
কক্সবাজারের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ১ জন আটক
গোপালগঞ্জে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় সরকারের তদন্ত কমিটি গঠন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা