পাঁচ দিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০১৯, ১৯:১১
অ- অ+

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কান্দাল সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত যুবকের লাশ পাঁচ দিন পর ফেরত দিয়েছে বিএসএফ।

বৃহস্পতিবার দুপুর দেড়টার ভারতের খোচাবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা এ লাশ হস্তান্তর করেন। এর আগে সকালে দুই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক হয়।

রবিবার সন্ধ্যায় অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক শ্রীকান্ত রায় হরিপুর উপজেলার আমগাঁও কালচা গ্রামের খেলু রামের ছেলে।

খেলু রাম জানান, গত সোমবার থেকে লাশ ফেরত দেয়ার প্রক্রিয়া চলে আসছে। আজ দেবে, কাল দেবে এমন করে গত সোমবার থেকে সীমান্তে দাঁড় করিয়ে রেখেছে ভারতের খোচাবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্য। আমরা সবাই আশা ছেড়ে দিয়েছিলাম। মনে করেছিলাম, লাশ ফেরত দেবে না। অবশেষে ছেলের লাশ পেলাম।

কান্দাল ক্যাম্পের বিজিবি সদস্যরা জানান, গত সোমবার থেকে লাশ ফেরতের বিএসএফ সদস্যদের সাথে যোগাযোগ অব্যাহত ছিল। অবশেষে বৃহস্পতিবার সকালে আমাদের চিঠির জবাবে সাড়া দিলে উভয় দেশের পতাকা বৈঠক হয়। পরে তারা নিহত যুবকের লাশ ফেরত দেয়।

লাশ ফেরতের সময় হরিপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সবুর, কান্দাল ক্যাম্পের বিজিবি সদস্যরা, নিহত যুবকের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা