পূর্ণিমার দুই ছবির কাজ কতদূর?

বিনোদন প্রতিবেদক
 | প্রকাশিত : ৩০ অক্টোবর ২০১৯, ১১:০৮

দীর্ঘ বিরতির পর গত বছরের শেষ দিকে একসঙ্গে দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। একটি ‘জ্যাম’, অন্যটি ‘গাঙচিল’। দুটি ছবিই পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। দুটির শুটিং শুরু হয়েছিল কাছাকাছি সময়ে। কিন্তু বছর কাছালেও এখনও একটি ছবির কাজও শেষ হয়নি।

কিন্তু কেন এত বিলম্ব? ছবি দুটির শুটিংও হচ্ছে না নিয়মিত। এ প্রসঙ্গে সম্প্রতি একটি সাক্ষাৎকারে পূর্ণিমা জানান, ‘এ বিলম্বের বিশেষ কোনো কারণ নেই। তা ছাড়া ছবির শুটিংয়ের ব্যাপারে বিস্তারিত বলতে পারবেন পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল। তিনি যেভাবে যখন শুটিং করাতে চান, আমরা সেভাবেই শুটিং করি।’

ছবি দুটির কাজ বর্তমানে কতদূর? এ বিষয়ে নায়িকা বলেন, ‘জ্যাম’-এর ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। ‘গাঙচিল’-এর শুটিং হয়েছে অর্ধেক। নভেম্বর থেকে শেষ লটের শুটিং শুরু হবে বলে পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল জানিয়েছেন। আশা করছি, চলতি বছরেই দুটি ছবির কাজ শেষ হবে।’

প্রসঙ্গত, দুটি ছবিতেই পূর্ণিমার নায়ক তার ঘনিষ্ঠ বন্ধু ফেরদৌস আহমেদ। এর মধ্যে ‘গাঙচিল’ ছবিটি নির্মিত হচ্ছে বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা ‘গাঙচিল’ উপন্যাস অবলম্বনে। এখানে পূর্ণিমাকে দেখা যাবে একজন এনজিওকর্মীর ভূমিকায়।

এর বাইরে বর্তমানে আর কোনো ছবি নেই পূর্ণিমার পাইপলাইনে। নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধও হতে চান না নায়িকা। তার কথা, ‘যে দুটির কাজ করছি সেগুলো আগে শেষ হোক। দর্শক দেখুক, মন্তব্য জানাক। তারপর নতুন ছবি। এখন মূলত ভালোলাগা থেকে কাজ করি, সংখ্যা বাড়ানোর জন্য নয়।’

ঢাকাটাইমস/৩০অক্টোবর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :