খোকার মৃত্যুতে দেশব্যাপী আজ বিএনপির শোক

নিজস্ব প্রতিবেদক
 | প্রকাশিত : ০৬ নভেম্বর ২০১৯, ০৮:৩২

দলের ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে দেশব্যাপী শোকদিবস পালনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচি অনুযায়ী আজ বুধবার সারাদেশে শোকদিবস পালন করবে দলটি। এছাড়া কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকাসহ সকল দেশের সব দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও কোরআনখানি।

মঙ্গলবার বিএনপির পক্ষ থেকে এ কথা জানানো হয়। দলের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাদেক হোসেন খোকার মরদেহ বৃহস্পতিবার সকাল আটটা দশ মিনিটে নিউ ইয়র্ক থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

ওইদিনই বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। বাদ জোহর বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং বিকাল তিনটায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবনে জানাজা অনুষ্ঠিত হবে।

পরে গোপীবাগ নিজ বাসা হয়ে ধুপখোলা মাঠে শেষ জানাজা হবে সাদেক হোসেন খোকার। এরপর জুরাইন গোরস্তানে মা-বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

সোমবার দুপুরে নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুক্তিযোদ্ধা ও রাজনীতিক সাদেক হোসেন খোকা। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।

(ঢাকাটাইমস/০৬নভেম্বর/বিইউ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :