রানীনগরে সাজাপ্রাপ্ত আসামি যুবদল নেতা গ্রেপ্তার

সাজাপ্রাপ্ত আসামি নওগাঁর রাণীনগর উপজেলা যুবদলের সভাপতি এমদাদুল ইসলাম এমদাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার গোনা ইউনিয়নের প্রেমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এমদাদুল ইসলাম এমদাদ উপজেলার বেতগাড়ী এলাকার মৃত আয়েজ উদ্দীন মন্সির ছেলে ও রাণীনগর উপজেলা যুবদলের সভাপতি।
রাণীনগর থানার ওসি জহুরুল হক জানান, ২০১৭ সালে তার বিরুদ্ধে আদালতে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিষয়ে একটি মামলা হয়। এরপর আদালত তাকে সাজা প্রদান করা হয়। সাজার পর থেকেই এমদাদুল পলাতক ছিলেন। গোপন সংবাদে এএসআই সিরাজুল ইসলাম সকালে অভিযান চালিয়ে উপজেলার প্রেমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/৬নভেম্বর/এলএ)

মন্তব্য করুন