দুই দিনে ৮০২ কোটি টাকা কর আদায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০১৯, ২১:৪১| আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ২২:১৩
অ- অ+

দ্বিতীয় দিন পর্যন্ত সারাদেশে আয়কর আদায় হয়েছে ৮০২ কোটি ২০ লাখ ২২ হাজার ৬৮২ টাকা।

শুক্রবার রাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, আয়কর মেলার দ্বীতিয় দিন পর্যন্ত সারাদেশে সেবা গ্রহন করেছে ৪ লাখ ৪ হাজার ৪৪২ জন এর মধ্যে রিটার্ন দাখিল করেছে এক লাখ ৩৭ হাজার ১১৫ জন। নতুন ই-টিআইন নিবন্ধন হয়েছে সাত হাজার ৯৬৮ টি।

প্রথম দিন বাদে শুধু মেলার দ্বিতীয় দিন সারাদেশের আয়কর মেলায় সেবা গ্রহণ করেছে দুই লাখ ৬৮ হাজার ৬৮৪ জন। এর মধ্যে রিটার্ন দাখিল করেছেন ৭৩ হাজার ৮৪৩ জন, নতুন ই- টিআইন নিবন্ধন করেছেন ৩ হাজার ৬০২ জন। আয়কর সংগ্রহ হয়েছে ৪৭৯ কোটি ১ লক্ষ ২৮ হাজার ৭৯৭ টাকা ।

‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’-এ স্লোগানে ১৪ নভেম্বর থেকে দেশব্যাপী শুরু হয়েছে আয়কর মেলা। চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এর মধ্যে রাজধানীর ঢাকার বেইলি রোডের অফিসার্স ক্লাবসহ সব বিভাগীয় শহরে সাত দিন, জেলা শহরে চার দিন, ৪৮ উপজেলায় ২ দিন এবং ৮ উপজেলায় দিনব্যাপী করমেলা আয়োজন করবে এনবিআর। সব মিলিয়ে এবার দেশের ১২০ স্থানে অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিদিন মেলা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। মেলায় আয়কর রিটার্ন দাখিল, ই-টিআইন গ্রহণ, ই-পেমেন্ট, ই-ফাইলিং, ই-পেমেন্টের ব্যবস্থা রয়েছে। মেলায় মোবাইল ব্যাংকিং সুবিধা রয়েছে। এর মাধ্যমে আয়কর জমা দিতে পারছেন করদাতারা।

(ঢাকাটাইমস/১৫নভেম্বর/জেআর/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা