জরিমানা করায় বিস্মিত শাকিব খান

বিনোদন প্রতিবেদক
 | প্রকাশিত : ২১ নভেম্বর ২০১৯, ১৩:৫৫

নকশা না মেনে বাড়ি করায় চিত্রনায়ক শাকিব খানকে ১০ লাখ জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ ঘটনায় বিস্মিত ও হতবাক তিনি। তার কথা, ‘বাড়ির ডিজাইন ইঞ্জিনিয়ার করেছে, আমি করিনি। আমার পাশের বাড়ির ডিজাইনও একই রকম। তাদের তো জরিমানা করা হল না। তাহলে আমার সঙ্গে কেন এমন করা হলো?’

বিস্ময় প্রকাশ করে শাকিব বলেন, ‘এ কেমন অভিযান বুঝলাম না। যারা অভিযানে এসেছিলেন, তাদের তো বোঝা উচিত ছিল কার বাড়িতে যাচ্ছি! ইঞ্জিনিয়ার হয়তো বাড়ির বারান্দা এক ফুট বাড়িয়েছেন। এ বিষয়টি নোটিশ দিয়ে বললেই পারতেন। ভেঙে ফেলতাম। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু আইন সবার জন্য সমান হোক।’

আশঙ্কা প্রকাশ করে নায়ক বলেন, ‘আজ একজন এসে বলল ১০ লাখ টাকা দেন। আবার হয়তো অন্য কেউ অভিযানে এসে বলবে ২০ লাখ টাকা দেন, নইলে জেলে ঢুকিয়ে দেবো। এটা কেমন আইন আমার মাথায় ঢুকছে না।’

প্রসঙ্গত, গত সোমবার নিকেতনে অভিযান চালায় রাজউকের ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখানে শাকিব খানের নির্মাণাধীন বাড়িটির ছাদ নকশা মেনে নির্মিত হয়নি বলে প্রমাণ পায় তারা। এরপর নায়ককে ১০ লাখ টাকা জরিমানা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেন।

ঢাকাটাইমস/২১নভেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :