নিজেকে শতভাগ উজাড় করে দিব: মরিনহো

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ নভেম্বর ২০১৯, ১৭:৪৯

টটেনহ্যাম হটস্পারের নতুন কোচ হিসেবে নিয়োগ পাবার পর ক্লাবটির প্রতি নিজের সত্যিকারের আবেগ দেখানোটাই এখন মূল চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন হোসে মরিনহো। প্রিমিয়ার লিগে ধুকতে থাকা টটেনহ্যামের কোচ হিসেবে গতকাল বরখাস্ত মরিসিও পোচেত্তিনোর স্থলাভিষিক্ত হয়েছেন ক্লাব ফুটবলের অন্যতম সফল এই কোচ।

পোচেত্তিনোর বরখাস্তের ঘন্টা খানেকের মধ্যেই হোয়াইট হার্ট লেনের পরবর্তী কোচ হিসেবে নিয়োগ পান চেলসি, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ মরিনহো।

টটেনহ্যামের অফিসিয়াল ওয়েবসাইটে মরিনহো বলেছেন, ‘এই চ্যালেঞ্জ নিতে আমি মুখিয়ে ছিলাম না। তবে একটি প্রতিশ্রুতি দিতে চাই যে, আমি আমার চাকুরি, আমার ক্লাবের প্রতি শতভাগ উজাড় করে দিতে চাই। এ কারণেই ক্যারিয়ারের এই জায়গায় আসতে পেরেছি।’

৫৬ বছর বয়সী মরিনহো গত ডিসেম্বরে ইউনাইটেড ছাড়ার পর চাকুরিবিহীন ছিলেন। স্পার্সদের হয়ে তিনি ২০২২-২৩ মৌসুম পর্যন্ত চুক্তি করেছেন।

গত মৌসুমে পোচেত্তিনোর অধীনে টটেনহ্যাম প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল। যা ক্লাবটির ফুটবল ইতিহাসে সর্বোচ্চ সাফল্য। কিন্তু এবারের প্রিমিয়ার লিগ মৌসুমে ১২ ম্যাচ পরে বর্তমানে তাদের অবস্থান ১৪তম স্থানে। শীর্ষ চারটি অবস্থান থেকে তারা ১১ পয়েন্ট পিছিয়ে রয়েছে।

কোচ হিসেবে পর্তুগাল, ইংল্যান্ড, ইতালি ও স্পেনের মাটিতে ঘরোয়া লিগের শিরোপা জয় করার অভিজ্ঞতা রয়েছে মরিনহোর। তিনি আরো বলেছেন, ‘যারাই ক্লাবটিকে ভালোবাসে তাদের মধ্যে আবারো আনন্দ ফিরিয়ে আনার চেষ্টা অবশ্যই আমি করব।’

বর্ণাঢ্য ক্যারিয়ারে পোর্তো ও ইন্টার মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতারও অভিজ্ঞতা রয়েছে মরিনহোর। চেলসির হয়ে দুইবারের দায়িত্বে জিতেছেন তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা। ২০১৬ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চুক্তির মাধ্যমে তিনি ইংল্যান্ডে ফিরে আসেন। ওই সময় তিনি রেড ডেভিলসদের হয়ে ইউরোপা লিগ ও লিগ কাপ জয় করেছেন। শনিবার ওয়েস্ট হ্যামের বিপক্ষে লিগ ম্যাচ দিয়ে মরিনহোর টটেনহ্যাম অধ্যায় শুরু হতে যাচ্ছে।

(ঢাকাটাইমস/২১ নভেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বিশ্বকাপ স্কোয়াডে সাইফউদ্দিনকে না রাখায় অবাক হয়েছি: কোচ নাজমুল আবেদীন

বিশ্বকাপে সহ-অধিনায়ক হিসেবে যাচ্ছেন তাসকিন আহমেদ 

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা: থাকছেন তাসকিন বাদ সাইফউদ্দিন 

কোচ নাজমুল আবেদীন ফাহিমকে নিয়ে সাকিবের একাকী অনুশীলন

বিশ্বকাপের দল ঘোষণা আজ, থাকছেন তাসকিন?

আইকন হিসেবে মোস্তাফিজকে দলে ভেড়ালো ডাম্বুলা থান্ডার্স

তারকা ক্রিকেটারদের ছাড়াই নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

৪০০ কোটি আয়, তবুও টিম মালিক কেন খেলোয়াড়ের প্রতি ক্ষুব্ধ, প্রশ্ন শেবাগের

উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবাকে টপকে বিশ্বরেকর্ড বাবর আজমের

বিশ্বকাপের দল ঘোষণা কবে জানাল বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :