কঠিন পরীক্ষায় পাস রানি

বিনোদন ডেস্ক
 | প্রকাশিত : ২৯ নভেম্বর ২০১৯, ১৫:৪৫

ছবির জন্য কত কী-ই না করতে হয় অভিনয়শিল্পীদের। ‘মর্দানি টু’র জন্য রানি মুখার্জিও তেমনই একটি চ্যালেঞ্জ নিয়েছিলেন। পানিতে নাকি তার ভয়। অথচ আন্ডারওয়াটার একটি শট তাকে করতেই হবে। অনেক টালবাহানার পরে সসম্মানে সেই কঠিন পরীক্ষায় পাস করেছেন নায়িকা।

‘মর্দানি টু’র পরিচালক গোপী পুত্রন যখন প্রথমবার রানিকে চিত্রনাট্য পড়ে শোনান, তখনই নাকি তিনি বেশ ভয় পেয়েছিলেন। তার কথা, ‘আমি ছোটবেলা থেকে অনেক বার সাঁতার শেখার চেষ্টা করেছি। কিন্তু পারিনি। গোপীকে জিজ্ঞেস করেছিলাম, এটা বাদ দিয়ে কি ছবিটা করা যায় না?’ ও রাজি হয়নি।’

ছবির শুটিং গত জুনে শেষ হয়ে যায়। সাঁতার শেখার জন্য পরিচালকের কাছে সময় চেয়েছিলেন রানি। ঠিক হয়েছিল, সবশেষে এই দৃশ্যের শুটিং হবে। তবে গড়িমসি করতে করতে দিন কেটে যায়। শেষে অক্টোবরে এই দৃশ্যের শুটিং হয়।

রানির এই পরীক্ষায় পাশে ছিলেন কোচ আনিস আদেনওয়ালা। তার তত্ত্বাবধানে আন্ডারওয়াটার দৃশ্যটির শুট হয়। খপোলির প্রায় ৩০ ফুট গভীর পুলে শুট হয়েছে। যদিও ছবিতে দেখানো হবে, চম্বল নদীতে চলছে অভিযান।

ঢাকাটাইমস/২৯নভেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :