শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৯, ২১:০৯
অ- অ+

চাঁদপুরের ফরিদগঞ্জে শিশু শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আব্দুর রহমান রিপন (৬০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। এর আগে শিশু শিক্ষার্থীটির পিতা বাদী হয়ে রবিবার রাতে ফরিদগঞ্জ থানায় ধর্ষণ মামলা করেন। পুলিশ ওই রাতেই অভিযুক্তকে আটক ও শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে সোমবার সকালে শিশুটির ডাক্তারি পরীক্ষা ও ২২ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য চাঁদপুর পাঠায়।

অপরদিকে, অভিযুক্ত আব্দুর রহমান রিপনকে চাঁদপুর আদালতে পাঠানো হয়। গত ২ ডিসেম্বর দুপুরে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মূলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ফরিদগঞ্জ থানার এসআই ও মামলার তদন্তকারী অফিসার জালাল উদ্দিন জানান, গত ২ ডিসেম্বর দুপুরে উপজেলার মুলপাড়া গ্রামের একটি নুরানি মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থীকে রঙিন কলম দেয়ার লোভ দেখিয়ে অভিযুক্ত আব্দুর রহমান রিপন ধর্ষণ করে। শিশুটি অসুস্থ হয়ে পরার চার/পাঁচ দিন তার মাকে বিষয়টি জানায়।

ফরিদগঞ্জ থানার ওসি আবদুর রকিব জানান, বিষয়টি জানার সাথে সাথে অভিযুক্তকে আটক করা হয়েছে। শিশুটির পিতা বাদী হয়ে মামলা করেছে।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসলামি এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
‘মন হালকা হতে কুয়াকাটা গিয়েছিলেন’সেই ব্যাংক কর্মকর্তা
নাজিমগঞ্জ হাটে বিএনপির প্রচার অভিযান, নেতৃত্বে কাজী আলাউদ্দিন
হকিতে চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা