সুনামগঞ্জে অপচিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০১৯, ২১:১২

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় এক পল্লী চিকিৎসকের অপচিকিৎসায় সুমাইয়া নামে ১১ মাস বয়সী এক শিশু মারা গেছে বলে অভিযোগ উঠেছে। মৃত সুমাইয়ার বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের বাহাদুর গ্রামের কাচু মিয়ার মেয়ে।

সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজারের শিমুল মেডিসিন কর্নারে এই শিশু মারা যায়।

অভিযুক্ত পল্লী চিকিৎসক আনোয়ার ওই উপজেলার সিংধা ইউনিয়নের মোল্লিকপুর গ্রামের সামছু উদ্দিনের ছেলে।

জানা গেছে, পল্লী চিকিৎসক আনোয়ার হোসেন বুলবুল দীর্ঘদিন ধরে গাছতলা বাজারে শিমুল মেডিসিন কর্নারে বিভিন্ন রোগের চিকিৎসা করে আসছিলেন। সুমাইয়ার কোমরে একটি টিউমার হলে চিকিৎসা করাতে গাছতলা বাজারে শিমুল মেডিসিন কর্নারে পল্লী চিকিৎসক আনোয়ার হোসেন বুলবুলের কাছে নিয়ে যায় শিশুটির পরিবার। টিউমার দেখে চিকিৎসক বলে তিনি চিকিৎসা করতে পারবেন। এক সপ্তাহ পর তাকে নিয়ে আসতে বলা হয়। চিকিৎসার খরচ বাবদ তাকে তিন হাজার টাকা দিতে হবে। তার কথামতো ওই শিশুর পরিবারের লোকজন সোমবার দুপুরে ওই পল্লী চিকিৎসক সুমাইয়ার টিউমারের অপারেশন করলেও শিশুর জ্ঞান ফিরে না আসায় থাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু সুমাইয়াকে মৃত ঘোষণা করেন। এসময় ওই পল্লী চিকিৎসক সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে আটক করে থানা নিয়ে আসে।

ধর্মপাশা থানার ওসি এজাজুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৩ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :