জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক নাহিদা সোবহানকে জর্ডানে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। নাহিদা সোবহানই মধ্যপ্রাচ্যে প্রথম নারী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নাহিদা ১৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পররাষ্ট্র ক্যাডার হিসেবে চাকরিতে যোগদান করেন। চাকরি জীবনে তিনি রোম, জেনেভা ও কলকাতা মিশনে কাজ করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নাহিদা ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে পারেন। তিনি নেদারল্যান্ডস থেকে পাবলিক ইন্টারন্যাশনাল আইন এবং ফ্রান্স থেকে আন্তর্জাতিক সম্পর্কের ওপর পড়াশোনা করেছেন।
(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/আরআর)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন